র্যাবে
হরতালের দ্বিতীয় দিন: সারাদেশে র্যাবের ৪২৫টি দল মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধুমাত্র ঢাকায় মোতায়েন করা হয়েছে র্যাবের ১৪৫টি দলকে।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিল: দলের আপিল খারিজ সুপ্রিম কোর্টের
বাকি ২৮০টি র্যাবের টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।
এদিকে, রবিবার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে ফায়ার সার্ভিস। এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় বিচার শুরু
১ বছর আগে
র্যাব হেফাজতে মৃত্যু: জেসমিনের ছেলে ও ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ
র্যাবের হেফাজতে নিহত নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে র্যাবের তদন্ত দল।
সোমবার দুপুরে জেসমিনের ছেলে শহীদ হোসেন সৈকত ও তার ভগ্নিপতি আমিনুল ইসলামকে নওগাঁ সার্কিট হাউসে নিয়ে গিয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে তদন্ত দল।
জেসমিনের ভগ্নিপতি আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জেসমিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণে, র্যাব হেফাজতে নির্যাতনে নয়: চিকিৎসক
আমিনুল ইসলাম জানান, র্যাব সদস্যদের হাতে আটকের পর অসুস্থ হয়ে পড়লে ২২ মার্চ জেসমিনকে প্রথমে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, যেহেতু আমি এবং জেসমিনের ছেলে সৈকত জেসমিনের সঙ্গে তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলাম, তাই র্যাব কর্মকর্তারা এই সময়ের মধ্যে যা ঘটেছে তা জানতে চেয়েছিলেন। এছাড়া তদন্ত দল আমাদের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছে।
তবে মায়ের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের কাছে কিছু বলেননি জেসমিনের ছেলে।
এর আগে জেসমিনের মৃত্যুর পোস্টমর্টেম রিপোর্ট পায় রাজশাহী পুলিশ।
এর আগে গত রবিবার বিকালে সুলতানা জেসমিনের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন রামেক হাসপাতালের ফরসেনিক বিভাগ।
রামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কফিল উদ্দিন জানান, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী সুলতানা জেসমিন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘ব্রেন হেমারেজের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। র্যাব হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে এমন কোনো লক্ষণ নেই।’
এছাড়া আদালতে প্রতিবেদন পৌঁছানোর আগে ‘স্পর্শকাতর’ এই বিষয় নিয়ে কেউ কথা বলবেন না বলে জানিয়েছিলেন।
এদিকে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড ২৫ মার্চ জেসমিনের মৃত্যুর পর আরএমসিএইচ মর্গে ময়নাতদন্ত করে।
এছাড়া ২৭ মার্চ পুলিশ রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্ট তলব করেন হাইকোর্ট।
এদিকে সুলতানাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা র্যাব সদস্যদের বিষয়েও বিস্তারিত জানতে চেয়েছেন আদালত।
এ বিষয়ে সংবাদপত্রের প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানাকে ২২ মার্চ সকালে নওগাঁ শহরের মুক্তিমোড় এলাকা থেকে র্যাব সদস্যরা আটক করে এবং ২৪ মার্চ রামেক হাসপাতালে তার মৃত্যু হয়।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে এলিট ফোর্স।
তারা দাবি করেছে যে ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। কারণ তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: দুদকের মামলায় হাইকোর্টে জামিন পাননি হলমার্কের জেসমিন
র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু বাংলাদেশ-মার্কিন সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না: মোমেন
১ বছর আগে
বান্দরবানে র্যাবের সঙ্গে গোলাগুলি, ৫ জঙ্গি আটক
বান্দরবানের থানচির রেমাক্রির নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়েছে। এই অভিযানে পাঁচ জঙ্গিকে আটক করেছেন র্যাব সদস্যরা। এ সময় গোলাগুলির ঘটনায় র্যাবের আট সদস্য আহত হন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে থানচিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, নতুন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার জঙ্গি সদস্যরা একটি ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা এলাকায় অভিযান চালায় র্যাব।
আরও পড়ুন: বান্দরবানে জঙ্গি বিরোধী অভিযানে ১২ জঙ্গি ও ১৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার: র্যাব
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে জঙ্গি ও কেএনএফ সদস্যরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এ সময় জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার পাঁচ জঙ্গিকে আটক করতে সক্ষম হয় র্যাব।
এ সময় জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন র্যাবের ৮ সদস্য। পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, গত বছরের ২৩ অক্টোবর থেকে জঙ্গি ও তাদের প্রশ্রয়দাতা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে র্যাব। অভিযানে এখন পর্যন্ত জঙ্গি সংগঠনের ৪২ সদস্য এবং কেএনএফের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ইতোপূর্বে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জেএমবি সদস্যদের সঙ্গে কারাগারে দেখা হওয়ার পর জঙ্গি নেতা হয়ে ওঠেন ডাকাত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে
পরীমণির বাসায় র্যাবের অভিযান
রাজধানীর বনানী এলাকায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির বাসায় র্যাবের অভিযান চলছে। বিকেল ৪টার দিকে র্যাবের গোয়েন্দা ইউনিট এই অভিযান শুরু করেছে। এলিট ফোর্সের সূত্র ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।
এদিকে, সাদা পোশাকে র্যাবের কর্মীরা তার বাড়িতে পৌঁছানোর পর স্থানীয় প্রশাসন ও বনানী থানার সাহায্য চেয়ে পরীমণি ফেসবুক লাইভে আসেন।
এই অভিনেত্রীর অভিযোগ, অজ্ঞাত একদল লোক তার ফ্ল্যাটের দরজায় নক করছে।
আরও পড়ুন: ‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
৩ বছর আগে