বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) র্যাব সদর দপ্তরের (মিডিয়া উইং) সহকারী পুলিশ সুপার ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুধুমাত্র ঢাকায় মোতায়েন করা হয়েছে র্যাবের ১৪৫টি দলকে।
আরও পড়ুন: জামায়াতের নিবন্ধন বাতিল: দলের আপিল খারিজ সুপ্রিম কোর্টের
বাকি ২৮০টি র্যাবের টহল দল অন্যান্য বাহিনীর পাশাপাশি সারাদেশে মোতায়েন করা হয়েছে।
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে এলিট ফোর্সের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়।
এদিকে, রবিবার থেকে আজ সকাল ৯টা পর্যন্ত অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে ফায়ার সার্ভিস। এ সময় ৯টি বাস, ৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেনের তিনটি বগি পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় বিচার শুরু