রোনাভাইরাস নিয়ন্ত্রণ
১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
এর আগে করোনা নিয়ন্ত্রণে ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে আন্ত: মন্ত্রণালয় সভা শেষে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১১ আগস্ট থেকে অফিস আদালত, দোকানপাট, কল-কারখানা খুলে দেয়ায় সিদ্ধান্ত হয়েছে। গণপরিবহন বাইরুটেশনের মাধ্যমে সীমিত আকারে চলবে।
দেশে করোনা পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১৩ হাজার ৮১৭ জনের। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৭.৯১ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। সুস্থ হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। দেশে সুস্থতার হার ৮৬. ৮০ শতাংশ।
আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ প্রাণহানি
বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৩২
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ২০ কোটি ছাড়াল
৩ বছর আগে