সময় টিভি
সময় ও একাত্তর টিভির টকশোতে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশোতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতারা।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টকশোতে অংশ নেওয়া দলীয় ও কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’
আরও পড়ুন: আ.লীগ চাপে বিনয়ী হওয়ার ভান করছে: ফখরুল
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে সময় টিভি। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
এ্যানি বলেন, ‘একাত্তর টিভির টকশো উপস্থাপকরা নিজেদের মতো ঘটনা বর্ণনা করেন। অনেক সময় তারা চতুরতার সঙ্গে আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে অনুষ্ঠান আয়োজন করে।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি বিএনপির
১ বছর আগে
পরিচালক চয়নিকা চৌধুরী আটক
পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা । শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র ইউএনবিকে জানিয়েছে, তাকে মিন্টো রোডে গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে জানতে বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চয়নিকা সময় টিভিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ তাকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করে।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট ছিল না।
উল্লেখ্য, গত জুনে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির করা সংবাদ সম্মেলনের সময় চয়নিকা চৌধুরী তার পাশে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: পরীমণি চারদিনের রিমান্ডে
শুক্রবার মাদক মামলায় পরীমণিকে চার দিনের রিমান্ডে দেয়া হয়েছে। ওই দিন ডিবির যুগ্ম কমিশনার হারুন উর রশিদ সাংবাদিকদের বলেছিলেন, পরীমণির একজন নারী সহযোগী (কোনো নাম উল্লেখ না করে) এবং তার পোশাক ডিজাইনার জিমি, যাকেও ওই সংবাদ সম্মেলনে পরীমণির পাশে দেখা গিয়েছিল, অবৈধ কার্যকলাপে জড়িত থাকার জন্য শিগগিরই গ্রেপ্তার করা হবে।
চয়নিকা ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর শান্তিনিকেতনে যান। তিনি একটি শিল্পী পরিবার থেকে এসেছেন এবং ৩০০ টিরও বেশি টিভি নাটক পরিচালনা করেছেন।
আরও পড়ুন: ‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি
আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে: পরীমণি
৩ বছর আগে