পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা । শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্র ইউএনবিকে জানিয়েছে, তাকে মিন্টো রোডে গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে জানতে বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, চয়নিকা সময় টিভিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিলেন। এ সময় পুলিশ তাকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করে।
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট ছিল না।
উল্লেখ্য, গত জুনে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ এনে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণির করা সংবাদ সম্মেলনের সময় চয়নিকা চৌধুরী তার পাশে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন: পরীমণি চারদিনের রিমান্ডে
শুক্রবার মাদক মামলায় পরীমণিকে চার দিনের রিমান্ডে দেয়া হয়েছে। ওই দিন ডিবির যুগ্ম কমিশনার হারুন উর রশিদ সাংবাদিকদের বলেছিলেন, পরীমণির একজন নারী সহযোগী (কোনো নাম উল্লেখ না করে) এবং তার পোশাক ডিজাইনার জিমি, যাকেও ওই সংবাদ সম্মেলনে পরীমণির পাশে দেখা গিয়েছিল, অবৈধ কার্যকলাপে জড়িত থাকার জন্য শিগগিরই গ্রেপ্তার করা হবে।
চয়নিকা ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে রবীন্দ্র সঙ্গীতে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর শান্তিনিকেতনে যান। তিনি একটি শিল্পী পরিবার থেকে এসেছেন এবং ৩০০ টিরও বেশি টিভি নাটক পরিচালনা করেছেন।
আরও পড়ুন: ‘ধর্ষণ-হত্যাচেষ্টার’ অভিযোগের পর সাংবাদিকদের যা বললেন পরীমণি