ছুরিঘাতের চেষ্টা
স্বামীর মৃত্যু শোকে ডাক্তার-নার্সদের ছুরিকাঘাতের চেষ্টা
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শুক্রবার করোনায় স্বামী মারা যাবার পর অতি শোকে ফল কাটার ছুরি দিয়ে ডাক্তার ও নার্সদেরসহ অন্য রোগীর স্বজনদের আঘাতের চেষ্টা করে এক নারী।
মৃত দেলোয়ার হোসেন (৬৫) চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম রুপসা গ্রামের জালাল বাশারের ছেলে। মৃতের স্ত্রীর নাম কুলসুমা বেগম।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী চক্রের’ ছুরিকাঘাতে নিহত ১
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘দেলোয়ার হোসেন করোনা পজিটিভ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তার অক্সিজেন লেভেল ৬৫ দশমিক ১ পার্সেন্ট ছিল। অক্সিজেন লেভেল অনেক কমে যাওয়ায় শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমরা শুনেছি তার স্ত্রী ফল কাটার ছুরি নিয়ে হাসপাতালের লোকদের ধাওয়া করেছে। স্বামীর মৃত্যুতে তিনি অতি শোকে এমনটা করেন। পরে কিছু সময়ের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। ঘটনাটি দুঃখজনক।’
তিনি বলেন, এসব পরিস্থিতি সামাল দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছি।
আরও পড়ুন: মাগুরায় গেম খেলা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু
এই ঘটনা সদর মডেল থানা পুলিশকে জানালে, চাঁদপুর মডেল থানার এসআই শাহরিণ বেগম ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। মানবিক দিক বিবেচনায় তার প্রতি কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি।
নিহত দেলোয়ার হোসেনের ভাগিনা নজরুল ইসলাম জানান, তার মামা দীর্ঘদিন যাবত কুয়েতে ছিলেন। দেশে ফিরেছেন অনেক আগেই। গত চার দিন আগে তার মামা হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হন।
৩ বছর আগে