কোভিড চিকিৎসায় শয্যা বাড়ানোর দাবি
চট্টগ্রামে কোভিড শয্যা বাড়ানোর দাবি ক্যাবের
চট্টগ্রামে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিডসহ সব ধরনের চিকিৎসায় শয্যা বাড়ানোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতারা।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের হাসপাতালগুলোতে রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হয়ে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এমন সংবাদে উদ্বেগ প্রকাশ করে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন এই দাবি জানান।
আরও পড়ুন: কেনাকাটায় সতর্ক না হলে পরিবারের জন্য মৃত্যু কিনে আনার মতো হবে : ক্যাব
বিবৃতিতে ক্যাব নেতারা অভিযোগ করেন, সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলি শয্যা ও আনুসাঙ্গিক সুবিধা না বাড়িয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আবার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলি সরকারি হাসপাতালের চিকিৎসকের ওপর নির্ভরশীল। আবার অনেক সরকারি হাসপাতালের চিকিৎসক একদিকে সরকারি চিকিৎসক অন্যদিকে বেসরকারি ক্লিনিকের মালিক।
কিছু চিকিৎসকদের দ্বৈত ভূমিকার কারণে মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পায় না, আবার বেসরকারি ক্লিনিকে গিয়েও সেখানেও জিম্মি। ফলে পুরো চট্টগ্রাম নগর জুড়ে চিকিৎসা সেবার জন্য হাহাকার চলছে।
ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক ডা. মেজবাহ উদ্দীন তুহিন, তৌহিদুল ইসলাম, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রæপের সভাপতি চৌধুরী কে.এন.এম রিয়াদ ও সম্পাদক নিপা দাস স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানান তারা।
আরও পড়ুন: ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার এমডিকে পুনঃনিয়োগ না দেওয়ার আহ্বান ক্যাবের
নেতারা অবিলম্বে করোনা ও সাধারণ রোগীর চিকিৎসা নিশ্চিতে সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোসহ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নানাবিধ দাবি জানান।
৩ বছর আগে