শরনার্থী
কক্সবাজারে ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে টিকা দেয়া শুরু
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার থেকে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
সকাল ১১টায় উখিয়া কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশন এ আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত।
আরও পড়ুনঃ ঢাকার পথে সিনোফার্মের ১৭ লাখ টিকা
অনুষ্ঠানে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, ইউএনএইচসিআর, আইওএমসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে প্রথম দফায় ৫৫ বছরের ঊর্ধ্বে ৪৮ হাজার রোহিঙ্গাকে ৫৬টি কেন্দ্রে করোনা টিকা দেয়া হচ্ছে। পাশাপাশি একই সময়ে ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম এবং টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেয়া হচ্ছে।
আরও পড়ুনঃ দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, ১০ আগস্ট বেলা ১১টা থেকে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে ৫৬টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়া হচ্ছে। ৫৫ বছরের ঊর্ধ্ব ছাড়াও ক্যাম্পে টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বেচ্ছাসেবক, ক্যাম্পের মাঝি, মসজিদের ইমামসহ প্রায় ১৮ হাজার জনকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের সাথে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৬টি টিম কাজ করছে।
আরও পড়ুনঃ বাসায় টিকা নেয়ার অভিযোগে আটক ২
তিনি বলেন, আগামী ১৮ আগস্ট পর্যন্ত ক্যাম্পে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। মঙ্গলবার প্রথম দিন ৫৬টি টিকা দান কেন্দ্রে ৭ হাজার জন রোহিঙ্গাকে টিকা দেয়ার জন্য কার্ড দেয়া হয়েছে। টিকা দেয়ার জন্য আসা রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে এই টিকা দিচ্ছে।
৩ বছর আগে