হাসপাতাল
বরিশালে চাঁদা না পেয়ে গৃহবধূ হত্যার অভিযোগ
বরিশালে বাড়ি নির্মাণে চাঁদা না দেয়ায় ইটের আঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ফিসারী রোডে এই ঘটনা ঘটে।
নিহত আফিয়া খাতুন (৪৫) সাবেক সেনা সদস্য গিয়াস উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামী গিয়াস উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ বাবদ স্থানীয় সন্ত্রাসী মো.মনু চাঁদা দাবি করে আসছিলো। সেই চাঁদা না পেয়ে মনু সন্ধ্যায় আমাকে মারধর করে। পরে একটি ইট দিয়ে আমার স্ত্রীর মাথায় আঘাত করলে আমার স্ত্রী অচেতন হয়ে পরে। তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেসবুক লাইভে স্বামীর নির্যাতনের বর্ণনার দিয়ে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা!
এদিকে কল রিসিভ না করায় অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনি ইউনিটের সহকারি রেজিস্ট্রার শুভ ওঝা বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তার মাথায় কোনো আঘাতের চিহ্ন দেখিনি, তাছাড়া তার উচ্চ রক্তচাপ ছিলো।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূ হত্যার দায়ে সাবেক স্বামীর মৃত্যুদণ্ড
২ বছর আগে
ঠাকুরগাঁওয়ে মিলের করাতে কাটা পড়ে ট্রলি চালকের মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি স’মিলে কাজ করতে গিয়ে করাতে কাটা পড়ে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আখানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন (৪৫) আখানগর ইউনিয়নের বইলদাপুকুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে আখানগর বাজার এলাকায় খাদেমুল হোসেনের স’মিলে কাঠ চেরাই করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক একটি ভারী কাঠের গুড়ি তুলতে না পারায় ট্রলি চালক দুলালকে সাহায্যের জন্য ডাক দেয়। দুলাল কাঠের গুড়ি তুলতে সাহায্য করতে গিয়ে পা ফসকে স’মিলের চলন্ত করাতের ওপর পড়ে যান। এতে করাতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ইয়ংওয়ান কর্মকর্তার মৃত্যু
২ বছর আগে
বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ১৪ মৃত্যু
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে সাত জন মারা যায়।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৭৬ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ করোনা: দেশে পর্যটন ও ভ্রমণে বিধিনিষেধ শিথিলস্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১২৬, পটুয়াখালীতে ৫৮, ভোলায় ১১৮, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৭ ও ঝালকাঠিতে ১৬ জন।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ৭ মৃত্যুএই নিয়ে বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ১১৯ জন।এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০৪ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ৬৬ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
৩ বছর আগে