বিদ্যুৎ উপকেন্দ্র
বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড: নওগাঁ ও সান্তাহারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
নওগাঁ শহরের উপকণ্ঠে কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রের কন্ট্রোল রুমে শুক্রবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর থেকেই নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা।
আরও পড়ুন:সেজান জুস কারখানায় আগুন, ৪৫ লাশ শনাক্ত
নর্দান ইলেক্ট্রেসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) নওগাঁ কার্যালয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে ৬টি ব্রেকারে আগুনের সূত্রপাত হয়। সাথে সাথে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন।
ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দূর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পুরো কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নওগাঁ নেসকোর উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুলে আগুন দেয়ার ঘটনায় থানায় অভিযোগ
তিনি জানান, আগুন লাগার পর পুরো নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌরসভার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঠিক কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
তবে নওগাঁ নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া রাজশাহী থেকে নেসকোর প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
৩ বছর আগে