বস্তনিষ্ঠ সংবাদ
বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা চান খাদ্যমন্ত্রী
বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 'সাংবাদিক কল্যাণ ট্রাস্ট' হতে প্রাপ্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনা সাংবাদিকদেও কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনা কালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী আর্থিক প্রণোদণা শুধু সাংবাদিকদের জন্যই নয়, তিনি করোনা কালে সকল সেক্টরে ক্ষতিগ্রস্থদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। যাতে কেউ কষ্টে না থাকে।
জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিসহ অন্যান্যরা বক্তব্য দেন।
পরে খাদ্যমন্ত্রী জেলার ৫১ জন সাংবাদিকদের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
আরও পড়ুন: করোনায় চলে গেলেন সাংবাদিক ডালিম
সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান জিসিসি মেয়রের
নেত্রকোণায় অসুস্থ সাংবাদিকের পাশে সমাজ কল্যাণ মন্ত্রণালয়
৩ বছর আগে