মান বাংলাদেশ এয়ারলাইন্স
চীনের উপহারের আরও ১০ লাখ টিকা দেশে পৌঁছেছে
চীনের উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান চীন থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে বিকাল ৬ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ শুক্রবার চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের ১০ লাখ ডোজ কোভিড টিকা ও ৩১৩ টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। সাশ্রয়ী খরচে এসব টিকা ও সিরিঞ্জ দেশে পরিবহন করেছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ আগস্ট) সকাল ১০ টায় আরেকটি চার্টার্ড ফ্লাইট কোভিড টিকা পরিবহন করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি (বিজি-৫০৬৭) বাংলাদেশ সময় শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন চীনের দ্বিতীয় দফা উপহারের ৬ লাখ টিকা দেশে আসে। শুক্রবার তৃতীয় দফায় এলো ১০ লাখ টিকা। এনিয়ে চীনের উপহার হিসেবে ২১ লাখ টিকা পেলো বাংলাদেশ।
আরও পড়ুন: গোপালগঞ্জে বৃদ্ধাকে ২ বার টিকা দেয়ার অভিযোগ
আগস্টেই আরও এক কোটি ডোজ টিকা আসছে
আমদানি করা টিকার মেয়াদ ছয় মাস নিশ্চিতের পরামর্শ
৩ বছর আগে