কম্পিউটার ল্যাব
মানিকগঞ্জে কম্পিউটার ল্যাব থেকে র্যাম ও প্রসেসর চুরি
মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে কম্পিউটার ল্যাব এবং প্রশিক্ষকের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কক্ষের তালা খুলে ৩৯টি কম্পিউটারের র্যাম ও প্রসেসর চুরি করেছে। চুরি হওয়া জিনিসের মূল্য আট লক্ষাধিক বলে জানা গেছে।
শুক্রবার দিবাগত রাতে জেলার ঘিওর উপজেলার জোকা এলাকায় প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ের চারতলায় ওই কক্ষ দুটিতে এ চুরির ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক অলকা প্রভা দে বলেন, গত শুক্র ও শনিবার সরকারি ছুটি ছিল। আজ (রবিবার) সকালে অফিসে এসে দেখতে পাই দুটি কক্ষ থেকে ৩৯টি কম্পিউটারের প্রসেসর ও র্যা ম চুরি হয়ে গেছে। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দুজন যুবক ওই কক্ষে ঢুকে এবং সাড়ে চারটায় জিনিসপত্র নিয়ে চলে যায়।
তিনি জানান, প্রতিটি কম্পিউটারের প্রসেসর এবং র্যামের মূল্য ২১ হাজার হিসাবে ৩৯টির মূল্য আট লাখ ১৯ হাজার টাকা। এ ব্যাপারে ঘিওর থানায় অভিযোগ দায়ের করেছি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, অফিসে কোন নৈশপ্রহরী নেই। একজন হেলপার কাম গার্ড ওই রাতে ঘুমিয়ে ছিল। তিনি এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি।
তিনি বলেন, ‘চুরি হওয়ার ব্যাপারে একটি জিডি করেছেন। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: কবরের কঙ্কাল চুরি করতে গিয়ে গাজীপুরে যুবক আটক
সিলেটে কল সেন্টারের মালামাল চুরি
চাঁদপুরে আল-আরাফাহ ব্যাংকের ৫ লক্ষাধিক টাকা চুরি
৩ বছর আগে