বিশ্বজুড়ে করোনা
করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৭৯০
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে এক হাজার ৭৯০ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৮৮ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৭ শতাংশ।
পড়ুন: করোনার ঊর্ধ্বগতি: কমলাপুর রেলস্টেশনে সামাজিক দূরত্ব লঙ্ঘনের মহোৎসব
বিশ্ব পরিস্থিতি
বৈশ্বিক ডাটা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৭৫ লাখ ২২ হাজার ১৪৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬৬ হাজার ৭৮৪ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৪৬৩ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৪ হাজার ৫৫৭ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৮০৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৭০ জনে।
পড়ুন: করোনার ভুয়া রিপোর্ট: সাহেদকে জামিন দেননি হাইকোর্ট
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৫৫ কোটি ছাড়াল
দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৫২ লাখ ছাড়াল।
বৈশ্বিক ডাটা অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৮৬৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬২ হাজার ৪৩৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ৩২১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২২৩ জনে।
পড়ুন: ৪ মাস পর করোনায় সর্বোচ্চ মৃত্যু
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে দুই হাজার ২৮৫ জনের এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৭৪ জন এবং শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ৯৭৪ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৫১ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ আট হাজার ৭৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।
পড়ুন: করোনা থেকে সুস্থ হয়েছেন বিএনপি মহাসচিব
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত সাড়ে ৩১ কোটি ছাড়িয়েছে
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫৩ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার ৪০২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ১০ হাজার ৩২৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ২৭ লাখ ২৭ হাজার ৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৩ হাজার ৬২৪ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৪৯৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৯ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৪ হাজার ৬৫৫ জনে।
আরও পড়ুন: চার-পাঁচদিনের মধ্যেই হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হতে শুরু করবে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ পরিস্থিতি
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯১৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১১১ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১ হাজার ৩০৫ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯০ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে শনাক্ত প্রায় ৩ হাজার
সংক্রমণ ঊর্ধ্বগতি
বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাস আক্রান্তের সাম্প্রতিক ঊর্ধ্বগতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই হাসপাতালগুলো করোনা রোগীতে পূর্ণ হতে শুরু করবে।
বিকেলে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে। এক সপ্তাহ আগেও হাসপাতালগুলোতে গড়ে আড়াইশ’র মতো রোগী ছিল, যা এখন হাজার হয়েছে। যা আরও বাড়বে। এতে করে মৃত্যুও বাড়বে। আবারও চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হবে। এটা বাড়লে বেকায়দায় পড়তে হবে।
মন্ত্রী বলেন, দেশে গতকাল শনাক্তের হার যেখানে ছিল ৯ শতাংশে, তা আজ সেটা ১১ শতাংশে উঠেছে। গত ১০-১৫ দিন আগেও শনাক্ত রোগী দুই থেকে আড়াইশ’ জন থাকলে এখন সেটি তিন হাজারের কাছাকাছি।
আরও পড়ুন: করোনাভাইরাস: সংক্রমণের রেড জোন ঢাকা-রাঙামাটি
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৭ কোটি ছাড়িয়েছে
বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনায় আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি এক লাখ ৪২ হাজার ৪৮১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ পাঁচ হাজার ৭১৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৯ লাখ ২১ হাজার ৪০৫ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৯৭ হাজার ৩৪ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৯০ হাজার ৫১০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৪৩ জনে।
আরও পড়ুন: করোনা: আরও ৬ জনের প্রাণহানি, শনাক্ত ৩২৯
বাংলাদেশ পরিস্থিতি
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ৩২৯ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৫২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৮৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
আরও পড়ুন: করোনা: জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার ৫ প্রস্তাব
ওমিক্রন: দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা
দেশে ওমিক্রন শনাক্ত
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআরের) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর ইউএনবিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই স্বাভাবিক আছেন। কারও কোন ধরণের জটিল উপসর্গ নেই।
তারা রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন বলেও জানান ডা. আলমগীর।
এর আগে ৬ ডিসেম্বর বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের করোনা শনাক্ত হয়।
৩ বছর আগে
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২০ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৮১ হাজার ৭১৭ জনে পৌঁছেছে।
বিশ্বে মোট ৪৭৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৪৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৩ হাজার ২৮৩ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৫৯৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ১৮৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৯ জনে।
আরও পড়ুন: করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিধিনিষেধ শিথিলের মাঝে গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৯৮ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৫৩৫ জনের।
নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জন। এযাবৎ আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ১৯.১৮ শতাংশ।
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭১ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। দেশে সুস্থতার হার ৯১.৭৩শতাংশ।
আরও পড়ুন: বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় বাড়ল
দেশে আর টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
৩ বছর আগে