বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ৮০৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪৩ লাখ ৮১ হাজার ৭১৭ জনে পৌঁছেছে।
বিশ্বে মোট ৪৭৪ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯৪৯ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৬ হাজার ৭৩২ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ২৩ হাজার ২৮৩ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৫৯৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ১৮৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৯ জনে।
আরও পড়ুন: করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিধিনিষেধ শিথিলের মাঝে গেল ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৯৮ জনের। এসময় করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৫৩৫ জনের।
নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জন। এযাবৎ আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ১৯.১৮ শতাংশ।
এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৭১ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। দেশে সুস্থতার হার ৯১.৭৩শতাংশ।