পর্নোগ্রাফি সরবরাহ চক্র
জয়পুরহাটে গোপনে পর্নোগ্রাফি সরবরাহ চক্রের ৬ সদস্য আটক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গোপনে অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছে থেকে ছয়টি করে সিপিইউ, মনিটর ও মাউস, ১০ হার্ড ডিস্ক, ১৮ বিভিন্ন ক্যাবল জব্দের দাবি করেছে র্যাব।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ আটক ১: র্যাব
আটকরা হলেন- ক্ষেতলালের উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৬), একই উপজেলার ইকরগাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৮), শালবন পাড়া গ্রামের দারাজ উদ্দিন মন্ডলের ছেলে আরমান হোসেন (২৮), তিলা বদুল (নামাপাড়া) গ্রামের বৈদ্যনাথ হালদারের ছেলে সুজন হালদার (২৪), জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে একলাছুর রহমান (২১) ও একই উপজেলার দক্ষিণ বানিয়াপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দীনের ছেলে শাহিনুর রহমান (২৭)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকিরের নেতৃত্বে জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে আকস্মিক অভিযানে বের হয়। এসময় পর্নোগ্রাফি ভিডিও এডিটিং ও ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করার বিভিন্ন ইলেক্ট্রনিক্স মালামাল (যন্ত্রপাতি) সহ অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২: র্যাব
জিজ্ঞাসাবাদ শেষে পরে তাদের ক্ষেতলাল থানায় সোপর্দ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা করা হয়েছে।
৩ বছর আগে