প্লাটুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন
৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট ১ হাজার ১৫১ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
শুক্রবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সদস্যরা কাজ করবেন।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ঢাকাসহ দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি।
আরও পড়ুন: বিজিবি-সেনাবাহিনী মাঠে নামলে পরিস্থিতি আরও শান্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের সময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন: ডিজি বিজিবি
১০ মাস আগে
৬ষ্ঠ অবরোধ কর্মসূচি: সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪২৮ টহল দল মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২৮ প্লাটুন ঢাকা ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪২৮টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া, অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা তদারকিও করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা দল নজর রাখছে।
আরও পড়ুন: হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
১১ মাস আগে
৬ষ্ঠ অবরোধ: সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪৩২ টহল দল মোতায়েন
চলমান ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে মোট ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
এদিকে, অবরোধ চলাকালে অপ্রীতিকর ঘটনা রোধে সারা দেশে র্যাবের ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া অবরোধ চলাকালে দূরপাল্লার বাস ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তাও তদারকি করছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা রোধে বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও গোয়েন্দা দল নজরদারি করছে।
আরও পড়ুন: সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১১ মাস আগে
হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ (১৯ নভেম্বর) সকাল থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল শুরু হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি’র এই কর্মকর্তা বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সীমান্ত বাহিনীর বাকি ২০৭ প্লাটুন সারা দেশে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করে আসছেন।
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
আরও পড়ুন: নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন
বিএনপি ও অন্যান্যদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে
১ বছর আগে
৪৮ ঘণ্টার অবরোধ: ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বিজিবির ২৭ প্লাটুন মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ আজ সকাল থেকে শুরু হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ প্লাটুন মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনীর আরও ১০ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলছে
অবরোধের প্রথম পর্বের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
৩ দিনের দেশব্যাপী অবরোধের পর বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা আরেকটি ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল থেকে শুরু হয়েছে।
আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।
আরও পড়ুন: বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু রবিবার
অবরোধের তৃতীয় দিন: ঢাকা ও নারায়ণগঞ্জে এ পর্যন্ত ৪ গাড়িতে অগ্নিসংযোগ
১ বছর আগে
বরিশালে নামছে ১০ প্লাটুন বিজিবি
বরিশালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি বলেন, খুব দ্রুত বরিশালে বিজিবি আসবে এবং তাদের মোতায়ন করা হবে। আশপাশের জেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসার সম্ভাবনা রয়েছে। এরা সকলেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত হবেন।
বরিশালে বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও বাস চলাচল বন্ধ কর দেয়া হয়েছিল, সড়কের উপর বাস আড়াআড়ি করে রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। লঞ্চ চলাচলও একইভাবে বন্ধ ছিল। এই অবস্থায় দুর্ভোগে পরেন সাধারণ মানুষ। সাত ঘন্টা পর বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যানার অপসারণে নামে কর্মীরা। সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে গেলে ইউএনও এর বাসভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সাথে তর্কাতর্কি হয়। পরিস্থিতি খারাপ হলে গুলি করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অর্ধশত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হয়।
আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এবং দুর্ঘটনা এড়াতে বিজিবি মোতায়নের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
আরও পড়ুন: বরিশালে ইউএনও’র বাসায় হামলার ঘটনায় দুই মামলা
বরিশালে ইউএনও’র ওপর হামলা, গুলিবিদ্ধ ৫
৩ বছর আগে