বরিশালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। তিনি বলেন, খুব দ্রুত বরিশালে বিজিবি আসবে এবং তাদের মোতায়ন করা হবে। আশপাশের জেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আসার সম্ভাবনা রয়েছে। এরা সকলেই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত হবেন।
বরিশালে বৃহস্পতিবার ভোর থেকে লঞ্চ ও বাস চলাচল বন্ধ কর দেয়া হয়েছিল, সড়কের উপর বাস আড়াআড়ি করে রেখে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। লঞ্চ চলাচলও একইভাবে বন্ধ ছিল। এই অবস্থায় দুর্ভোগে পরেন সাধারণ মানুষ। সাত ঘন্টা পর বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার রাতে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যানার অপসারণে নামে কর্মীরা। সদর উপজেলা পরিষদ কম্পাউন্ডে গেলে ইউএনও এর বাসভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সাথে তর্কাতর্কি হয়। পরিস্থিতি খারাপ হলে গুলি করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনায় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অর্ধশত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হয়।
আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় এবং দুর্ঘটনা এড়াতে বিজিবি মোতায়নের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।