ছোট
ইন্টারনেটের জনপ্রিয় ছোট ছোট প্যাকেজের পক্ষে পলক
ইন্টারনেট প্যাকেজগুলো রিভিউ করে জনপ্রিয় ছোট ছোট প্যাকেজ চালু রাখার পক্ষে মত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (২৪ জুন) সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।
আরও পড়ুন: অনলাইন জুয়ায় জড়িত ৫০ লাখ মানুষ: পলক
প্রতিমন্ত্রী বলেন, ‘ডাটা প্যাকেজ বেঁধে দেওয়ার পর থেকে গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ আছে। এছাড়া বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বসেছিলাম, আমরা রিভিউ করছি। আমি বলেছি একটা রিপোর্ট দিতে।’
তিনি বলেন, ‘যদি আমাদের ডাটা প্যাকেজ তিনটি থেকে বাড়াতে হয় বা অন্য কোনো ছোট প্যাকেজ কাজে লাগে বা মানুষের কাছে প্রিয় হয়, তাহলে গ্রাহকের যেটা প্রিয় বা পছন্দের, সেটাই আমরা যাতে বিবেচনা করি- এটা তাদের বলেছি।’
গত বছরের ১৭ সেপ্টেম্বর সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গ্রাহক স্বার্থ বিবেচনায় মোবাইল ফোন অপারেটরদের ডাটা ও ডাটা-সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজের নতুন নির্দেশিকা উদ্বোধন করেন।
এরপর ১৫ অক্টোবর মোবাইল ইন্টারনেটের তিন ধরনের সময়ের মেয়াদে (৩ দিন, ৭ দিন ও ১৫ দিন) প্যাকেজ কার্যকর হয়। এছাড়া ৩০ দিনের প্যাকেজের জায়গায় যথাক্রমে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড প্যাকেজ চালু করা হয়।
ওই সময় ৩ দিনের প্যাকেজ তুলে দেওয়া হয়। অসংখ্য প্যাকেজ থেকে সেসময় ৪০টি প্যাকেজ নির্ধারণ করা হয়।
৩ দিনের মেয়াদ তুলে দেওয়ার পক্ষে সেসময় মন্ত্রী বলেন, ‘৩ দিনের মেয়াদে ১৫ জিবি ডাটা দিলে তা গ্রাহকের উপকারে আসে না।’
তিনি আরও বলেন, ‘মোবাইল অপারেটরগুলো ব্যবসায়িক স্বার্থে ডাটার মেয়াদ সীমিত রাখতে চায়। অসংখ্য প্যাকেজ থাকায় জনগণ বিভ্রান্তিতে পড়ছে।’
নতুন নির্দেশিকায় ৪০টি প্যাকেজ গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেবে বলে জানিয়েছিলেন মন্ত্রী মোস্তাফা জব্বার।
আরও পড়ুন: ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে সমতার বিশ্ব গড়ে তোলা সম্ভব: প্রতিমন্ত্রী পলক
১৫ বছরে চলনবিল অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে: পলক
৫ মাস আগে
পত্রিকায় ছোটদের পাতা প্রকাশ অব্যাহত রাখুন: তথ্যমন্ত্রী
শিশুদের বিকাশের জন্য সব পত্রিকায় ছোটদের পাতা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, আগে দৈনিক পত্রিকাসহ প্রায় সব পত্রিকায় নিয়মিত ছোটদের পাতা প্রকাশ হতো, সেখানে শিশু-কিশোরদের লেখা, তাদের জন্য লেখা বের হতো।
আরও পড়ুন: উন্নয়নশীল দেশে বাংলাদেশ মুক্ত গণমাধ্যমের উদাহরণ: ইংরেজি দৈনিকের উদ্বোধনীতে তথ্যমন্ত্রী
তিনি বলেন, এখন অনেক পত্রিকা ছোটদের পাতা বের করে না। কিন্তু এই ধরনের পাতা প্রকাশের মাধ্যমে শিশুদের বিকাশ ও সমাজ গঠনের জন্য সব পত্রিকার প্রতি আমার আহ্বান থাকবে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে দৈনিক সমকাল পত্রিকার ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানে মন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন।
সংবাদপত্রের সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করে তথ্যমন্ত্রী বলেন, বাল্যকালে আমি ছোটদের পাতায় লিখতাম। যেদিন আমার কোনো লেখা বা কবিতা ছাপা হতো, সেদিন যে আমার কী আনন্দ হতো! বড়দের কাছে গিয়ে সেটি দেখাতাম। সেসব এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে।
সমকালের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, দৈনিক সমকাল শুরুতেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ১৮ বছর পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। সমকাল শতবর্ষী হোক।
সমকাল তার ভবিষ্যতের পথচলায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে- প্রত্যাশা ব্যক্ত করেন হাছান মাহমুদ।
আরও পড়ুন: বিএনপির রোডমার্চে বাবার ছবি দেখে বিষপান করা ছাত্রলীগ নেতার পাশে তথ্যমন্ত্রী
অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা: তথ্যমন্ত্রী
১ বছর আগে
ঝালকাঠিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
নিহত বড় ভাইয়ের নাম ফিরোজ আলম (৪৭), তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
অভিযুক্ত ছোট ভাইয়ের নাম রুহুল আমিন।
আরও পড়ুন: খুলনায় কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুনের অভিযোগ
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন গ্রামীণ ব্যাংক কাঁঠালিয়া উপজেলা শাখার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে এক বছর আগে বাড়িতে আসে। এরপর জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগম। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন
জামালপুরে মা-মেয়ে খুন: গ্রেপ্তার ২
২ বছর আগে
পেট ফুটো হয়ে সেই ‘রানী’র মৃত্যু
বিশ্বের ছোট আকৃতির গরু ‘রানী’ মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় এটি মারা যায়। গ্যাস জমে সাভারের চারিগ্রামে শিকর এগ্রো ফার্মের এ ক্ষুদ্র গরুটির পেট ফুটো হয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় মুমূর্ষু অবস্থায় সাভার উপজেলার পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা দেড় ঘন্টা চেষ্টার পরও রানীকে বাঁচাতে পারেননি। সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রানীর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ সাভারে সিঙ্গার ফ্রিজ কারখানায় আগুন, আহত ২০
দেশ বিদেশের মিডিয়ায় আলোচিত ও গিনেজ বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা ২০ ইঞ্চি উচ্চতার ও ২৬ কেজি ওজনের এই বামুন গরুটি গত কয়েক দিন ধরে অসুস্থ ছিল।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, রানীকে খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারিনি।
আরও পড়ুনঃ সাভারে ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
উল্লেখ্য গত কুরবানির সময়ে এ গরুটির দাম উঠেছিল ৫ লাখ টাকা।
৩ বছর আগে