ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
নিহত বড় ভাইয়ের নাম ফিরোজ আলম (৪৭), তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।
অভিযুক্ত ছোট ভাইয়ের নাম রুহুল আমিন।
আরও পড়ুন: খুলনায় কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুনের অভিযোগ
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন গ্রামীণ ব্যাংক কাঁঠালিয়া উপজেলা শাখার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে এক বছর আগে বাড়িতে আসে। এরপর জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগম। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ খুন