তারেক জিয়া
বিএনপি এখন বলে, তারেক জিয়াই সব শেষ করল: নীলফামারীতে পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির মধ্যে এখন চরম হতাশা। তারা বলে, তারেক জিয়াই সব শেষ করল, নির্বাচন করলেই ভালো হতো।'
তিনি বলেন, 'বিএনপি নেতাদের সঙ্গে বিভিন্ন স্টেশনে, বন্দরে, বিয়ে-সাদীর অনুষ্ঠানে দেখা হলে কী ঘটনা জিজ্ঞেস করলে তারা বলেন- সব উনি শেষ করেছেন। উনি কে, তারেক রহমান। কারণ আজকে বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এই তারেক রহমান।'
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে: জার্মান রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী
রবিবার নীলফামারী জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তৃতায় হাছান মাহমুদ এ সব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন ও নেপালের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে নীলফামারী পৌঁছান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখতে পেয়েছেন সমগ্র পৃথিবীর সমস্ত রাষ্ট্র শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ করার আগ্রহ ব্যক্ত করছে। এতেই বিএনপির মধ্যে হতাশা আরও গভীর হয়েছে।’
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজুল হকের সঞ্চালনায় বক্তৃতা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।
আরও পড়ুন: এই সরকার জনগণের: পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী
৯ মাস আগে
দেশের বাইরে থেকেও ষড়যন্ত্র বন্ধ করেনি তারেক জিয়া: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পলাতক আসামি তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করে চলেছে। তিনি বলেন, ‘পলাতক হিসেবে তারেক জিয়া বাংলাদেশের বাইরে বাস করে কিন্তু দেশের ভেতরে ষড়যন্ত্র করা বন্ধ করেনি। তার চক্রান্ত চলছেই। তবে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি।’
শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
২১ আগস্ট গ্রেনেড হামলা পরবর্তী সময়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য ও কার্যক্রম উল্লেখ করে হাসিনা বলেন, এটা এখন প্রমাণিত সত্য বিএনপির উচ্চ নেতৃত্ব এ হামলার সাথে জড়িত ছিল।
তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানও সাজাপ্রাপ্ত।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: বাংলাদেশে ‘নলেজ সেন্টার’ স্থাপনের প্রস্তাব শেখ হাসিনার
সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগ উন্নয়ন ত্বরান্বিত করবে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
তারেককে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: নির্মল রঞ্জন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলেই যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।
শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মতলব সেতুর দক্ষিণ পাড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আয়োজতি এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের কোন ঠাঁই নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দিন তারা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার চাই। গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাইমচরের আঃ কুদ্দুছও নিহত হয়েছেন।
আরও পড়ুন: সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের হামলা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য বাবু নির্মল গোস্বামী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতারা গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের হাইমচর উপজেলার আব্দুল কুদ্দুছ স্মরণে আয়োজিত আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
আরও পড়ুন: ভয়াল ২১ আগস্ট আজ
স্থাপনা শিল্পে ২১ আগস্টের ভয়াবহতা: প্রদর্শনী শুরু আজ
৩ বছর আগে