আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
নির্মল রঞ্জনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নির্মল রঞ্জন গুহ ছিলেন জাতির পিতার আদর্শের একজন পরিক্ষীত কর্মী এবং দলের জন্য নিবেদিতপ্রাণ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি দলকে সুসংগঠিত করেন এবং দলীয় নেতা-কর্মীদের মন জয় করতে সক্ষম হন।
প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার সকালে নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
পড়ুন: স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন মারা গেছেন
২ বছর আগে
তারেককে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে: নির্মল রঞ্জন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার সাথে জড়িত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাহলেই যারা গ্রেনেড হামলায় নিহত হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।
শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মতলব সেতুর দক্ষিণ পাড়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আয়োজতি এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলার মাটিতে বিএনপি-জামায়াতের কোন ঠাঁই নেই। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দিন তারা রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার চাই। গ্রেনেড হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হাইমচরের আঃ কুদ্দুছও নিহত হয়েছেন।
আরও পড়ুন: সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ২১ আগস্টের হামলা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট হেলাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সদস্য বাবু নির্মল গোস্বামী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতারা গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের হাইমচর উপজেলার আব্দুল কুদ্দুছ স্মরণে আয়োজিত আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।
আরও পড়ুন: ভয়াল ২১ আগস্ট আজ
স্থাপনা শিল্পে ২১ আগস্টের ভয়াবহতা: প্রদর্শনী শুরু আজ
৩ বছর আগে