বারহাট্টা
বারহাট্টায় সৎ ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন
নেত্রকোণার বারহাট্টায় জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সৎ বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন হয়েছে। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পলাশ মিয়া (৩০) মারা যাওয়ার পর পরই অভিযুক্ত বড় ভাই আলামিন মিয়া (৪০) বাড়ি ছেড়ে পালিয়েছেন। তারা ওই উপজেলার গোড়াউন্দ গ্রামের রব মিয়া ছেলে।
নিহত পলাশের ছোট ভাই মো. পিতাস বলেন, আমার বড় ভাই পলাশ মিয়া ও সৎ বড় ভাই আলামিন মিয়াসহ আমরা শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে আলোচনা করছিলাম জমিতে সেচ দেয়ার বিষয়ে। আলোচনার এক পর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে আমার ভাই পলাশকে বাঁশের লাঠি দিয়ে মারাত্মক আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার সময় পলাশ মারা যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
জমি নিয়ে বিরোধ: পাবনা, খুলনা ও ভোলায় নিহত ৪
৩ বছর আগে
নেত্রকোণায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মোহনগঞ্জ সড়কে বড়ি নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হবার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- জেলার বারহাট্টা সদর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোটরসাইকেল আরোহী তানভীর (২৬) ও তার চাচা মুর্তুজ আলী (৫৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রামের তানভীর তার চাচা মুর্তুজ আলীকে নিয়ে রবিবার সন্ধ্যায় মোটরসাকেলে করে মোহনগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের বড়ি নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে উভয়েই ঘটনাস্থলে মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ থানায় আনা হয়েছে। তাদের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। ট্রাকটিকে মোহনগঞ্জ থানায় জব্দ করে আনা হয়েছে।
৩ বছর আগে