ভারতীয় রূপা
চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গহনাসহ চোরাচালানি আটক: বিজিবি
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে থেকে ১২ কেজি ভারতীয় রুপার গহনা ও মোটরসাইকেলসহ নাজমুল (১৯) নামে এক চোরাচালানিকে আটকের দাবি করেছে বিজিবি।
দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রাম থেকে রবিবার তাকে আটক করা হয়।
আরও পড়ুন: নেত্রকোণায় মাদকসহ আটক ২: বিজিবি
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুপার একটি বড় চোরাচালান আসছে এমন সংবাদে চুয়াডাঙ্গা সীমান্তের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছয়ঘরিয়া গ্রামে অবস্থান নেয়।এ সময় ভারত সীমান্তের দিক থেকে নাজমুল নামের ওই চোরাচালানিসহ তিন জন একটি মোটরসাইকেল করে আসলে তাদের গতি রোধ করে বিজিবি। এসময় নাজমুলকে মোটরসাইকেলসহ আটক করলে বাকি দুজন পালিয়ে যায়।
আরও পড়ুন:ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
এরপর তার মোটরসাইকেল তল্লাশি করে ১২ কেজি (১০২৮.৮০ ভরি) ভারতীয় রুপার গহনা, দুই মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২০৯ টাকা।
পলাতক দুজনসহ তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
৩ বছর আগে