ইয়াসিন
কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু
রাজধানীর গুলিস্তান এলাকার কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ইয়াছিন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া সেলের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোহাম্মদ শাজাহান শিকদার জানান, ভোর পৌনে ৫টায় দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সকালে একটি দোকান থেকে ইয়াছিনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৭০-৮০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’
আরও পড়ুন: রাজধানীর গ্রিন রোডে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
কেরোসিন ঢেলে শিক্ষিকার শরীরে আগুন দিলেন স্বামী
রাজধানীর বাংলামোটরে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে
২ বছর আগে
শ্যালকের সাথে দ্বন্দ্বে ‘কিশোর গ্যাংয়ের হাতে’ দুলাভাই খুন
ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা এলাকায় শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ধাঁরালো অস্ত্রের আঘাতে দুলাভাই খুন হয়েছেন।
মডেল থানার জিনজিরা এলাকার কালাচাঁন মার্কেটের সামনে সোমবার রাত পৌনে ১২ টায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত ইয়াসিন (৪০) শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৌলভীকান্দি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। কেরানীগঞ্জের মডেল থানাধীন নজরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মঙ্গলবার সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াসিনের সঙ্গে তার শ্যালক সোহাগের দ্বন্দ্ব ছিল। এ জেরে সোহাগ তার কিশোর গ্যাং নিয়ে রাতে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের উভয়ের নামেই থানায় একাধিক মামলা রয়েছে।
নিহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধনি বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে কিশোর গ্যাং গাজী গ্রুপের ৪ সদস্য আটক
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেপ্তার
৩ বছর আগে