জৈব সুরক্ষা বলয়
করোনার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে নতুন বিতর্কে সাকিব
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে করোনার জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করে নতুন বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাঝে বিপিএলের চলতি আসরের ফাইনাল ম্যাচটি হবে। আর এ ম্যাচের আগের দিন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বিজ্ঞাপন গুরু অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি টিভি বিজ্ঞাপনের শুটিং করেছেন।
এর আগে বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের অনুশীলনও এড়িয়ে যান তিনি। এর কারণ হিসেবে বরিশাল দলের ম্যানেজার সাব্বির খান জানান, সাকিব ‘পেটের পীড়ার’ কারণে যোগ দিতে পারেননি।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
হলুদ পোলো শার্ট পরে সাকিব ওই বিজ্ঞাপনের শুটিং করেন। এর কিছু ছবি ইউএনবি পেয়েছে। এছাড়া কয়েক ঘণ্টা পরে সাকিব একই পোলো শার্ট পরা একটি টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
২ বছর আগে
ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। ১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যে সিরিজর প্রথম ম্যাচ শুরু হবে।
কিউইদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে খেলোয়াড়দের ঢাকার একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে।
নিউজিল্যান্ডের দুই সদস্যের পর্যবেক্ষক দল এবং দুই খেলোয়াড় ইতোমধ্যেই বাংলাদেশে রয়েছেন এবং কোয়ারেন্টাইনে আছেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মঙ্গলবার থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে এবং এই সিরিজের প্রস্তুতি শুরু করার আগে তিন দিনের কোয়ারেন্টেইনে থাকবে।
সিরিজের অন্য ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর। সব ম্যাচই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
এই সিরিজের জন্য ইতোমধ্যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।
সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জিতেছিল। ওই সিরজে এই তিনজন দলের বাইরে ছিলেন।
আরও পড়ুন: আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় সাকিব
চলতি মাসেই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
মুশফিক ইস্যুতে অস্ট্রেলিয়ার সমালোচনায় ডমিঙ্গো
বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মুসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন , শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেট রক্ষক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেট রক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেজেন, কোল ম্যাকননিক, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
৩ বছর আগে