বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচের আগ মুহূর্তে করোনার জৈব সুরক্ষা বলয় ভঙ্গ করে নতুন বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাঝে বিপিএলের চলতি আসরের ফাইনাল ম্যাচটি হবে। আর এ ম্যাচের আগের দিন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব বিজ্ঞাপন গুরু অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত একটি টিভি বিজ্ঞাপনের শুটিং করেছেন।
এর আগে বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দলের অনুশীলনও এড়িয়ে যান তিনি। এর কারণ হিসেবে বরিশাল দলের ম্যানেজার সাব্বির খান জানান, সাকিব ‘পেটের পীড়ার’ কারণে যোগ দিতে পারেননি।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
হলুদ পোলো শার্ট পরে সাকিব ওই বিজ্ঞাপনের শুটিং করেন। এর কিছু ছবি ইউএনবি পেয়েছে। এছাড়া কয়েক ঘণ্টা পরে সাকিব একই পোলো শার্ট পরা একটি টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।