আইসিটি সেল
ঢাবি শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য দেয়ার আহ্বান
ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এটি করার সময় শিক্ষার্থীরা কোন সমস্যায় পরলে নিজ নিজ বিভাগ বা ইনস্টিটিউটের ইমেইল অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের কেউ কেউ আইসিটি সেলে ইমেইল পাঠানোর মাধ্যমে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিয়েছেন, যা ডাটাবেসে সংযুক্ত করা যাচ্ছে না। তাই https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় ইনস্টিটিউশনাল ইমেইল আইডির মাধ্যমে লগইন করে নিজ নিজ প্রোফাইল থেকে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য দিতে হবে।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: মহামারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করবে ঢাবি?
গণটিকা কার্যক্রম আর নয়: স্বাস্থ্যমন্ত্রী
কারখানার শ্রমিক ও তাদের পরিবারকে দ্রুত টিকাদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৩ বছর আগে