নৈশকোচে ডাকাতি
চাঁপাইনবাবগঞ্জে নৈশকোচে ডাকাতি : গ্রেপ্তার আরও ৩
চাঁপাইনবাবগঞ্জে তিন নৈশকোচে ডাকাতির ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে লুট করা ১২ মোবাইল ফোন সেট, নগদ সাড়ে ১৯ হাজার টাকা, স্বর্ণালংকার ও পাঁচটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি মধ্যবাজার নয়াগ্রামের ভল্লুর রহমানের ছেলে রেজাউল করিম (৪০), শান্তির মোড় হামিদ নগর গ্রামের মোফাজ্জল হকের ছেলে তাজেল আলী (৩৫) এবং বালিয়াদিঘি মধ্যবাজার এলাকার মৃত সমশের আলীর ছেলে আনারুল ইসলাম আনু (৪৫)।
আরও পড়ুন:নারায়ণগঞ্জ থেকে কথিত ২ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, ডাকাতির ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে থানা পুলিশ ও ডিবি পুলিশের দল। এরই ধারাবাহিকতায় তিন ডাকাতকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারসহ লুট করা বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কৃষি ব্যাংকের দেড়কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবস্থাপক আটক
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ভোলহাট-শিবগঞ্জ সড়কের সোনাজল এলাকায় ঢাকাগামী তিনটি নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটে। এসময় যাত্রীদের কাছ থেকে আনুমানিক সাত লাখ ৯২ হাজার ৯০০ টাকা, ১৬টি মোবাইল সেট ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভোলাহাট থানায় মামলা হয়েছে। এর আগে বুধবার এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করে র্যাব-৫ সদস্যরা।
৩ বছর আগে