বার্ষিক সাধারণ সভার (এজিএম)
চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন: পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরবর্তী নির্বাচন থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন এর বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তিনি বলেছেন, চিকিৎসক আমাকে ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ক্রিকেট আমার জীবন থেকে অনেক বেশি সময় নিচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিসিবি’র সর্বশেষ বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর গণমাধ্যমকে পাপন এই ইঙ্গিত দেন।
তিনি বলেন, ক্রিকেট আমার জীবন থেকে অনেক বেশি সময় নিচ্ছে। আমার খারাপ দিক হলো আমি পরাজয় মেনে নিতে পারি না। বাংলাদেশ যখন ম্যাচ হারে, তখন আমি বিচলিত হয়ে পড়ি। এমনকি সেই সময় আমার পরিবারের সদস্যরাও আমার সামনে আসতে ভয় পায়।
পাপন ২০১২ সালে প্রথমবারের মতো বিসিবির সভাপতি নিযুক্ত হন। ২০১৩ সালে পরবর্তী নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন, যা ২০১৭ সালেও পুনরাবৃত্তি হয়।
নাজমুল আরও বলেন, ‘আমার চিকিৎসক আমাকে ক্রিকেট-সংক্রান্ত ব্যস্ততা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আমি সবকিছুতে আমার অংশগ্রহণ কমিয়ে দিয়েছি।আমি মনে করি আপনাদের এসব কথা বলা উচিত। আগামী নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর আমাদের একটি বোর্ড মিটিং আছে এবং আমরা সেই বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করব।
নির্বাচনে অংশ নেবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি পাপন। তিনি শুধু বলেছেন, আগামী নির্বাচন হবে ‘ভিন্ন কিছু’।
বিসিবির সংবিধান অনুযায়ী, বছরে একবার এজিএম হওয়ার কথা। কিন্তু চার বছরে এটিই হলো বিসিবির একমাত্র এজিএম।
আরও পড়ুন: জিম্বাবুয়েকে উড়িয়ে দিল টাইগাররা
টি-২০ বিশ্বকাপ-২০২০ স্থগিত করল আইসিসি
৩ বছর আগে