বিচারককে চিঠি দিয়ে হুমকি
তালেবান পাগড়ি পরতে হবে: জয়পুরহাটে বিচারককে চিঠি
‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।’ বৃহস্পতিবার জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে এই চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রূপপুর প্রকল্পের সেনাসদস্যদের হুমকির অভিযোগে ৮ যুবক আটক
জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত চিঠির প্রকৃত প্রেরককে খোঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে। বিচারক রুস্তম আলীর পক্ষ থেকে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিচারক রুস্তম আলী এই চিঠির ব্যাপারে পুলিশ সুপারকে অবগত করলে তিনি তখনি বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকারি কৌশলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ ব্যাপারে বলেন, তালেবান নামধারী গোষ্ঠির বিচারকের উপর নিছক একটি হুমকি মাত্র। তবে এদেরকেও খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা উচিত।
আরও পড়ুন: হুমকি পেয়ে থানায় জিডি করলেন মুনিয়ার বোন
শুক্রবার এ বিষয়ে ওসি একেএম আলমগীর জাহান বলেন, ওই চিঠিতে দেয়া ঠিকানা অনুযায়ী- জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ এলাকায় মো. আশরাফ আলি নামে চিঠির প্রেরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়া চিঠিটি পড়ে প্রাথমিকভাবে চিঠিটির বক্তব্য এবং লেখা ও ভাষা দেখে ক্লাশ এইট নাইনে পড়া কারও হাতের লেখা হতে পারে বলে মনে হয়েছে।
৩ বছর আগে