ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার জশুরগাঁও এলাকায় নিহতের বাড়ির পাশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত সত্যরঞ্জন দত্ত (৬৪) এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভুষির ব্যবসা করতেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সত্যরঞ্জন দত্ত এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভুষির ব্যবসা করেন। প্রতিদিন সন্ধ্যায় তিনি বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। এ সময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, তার বুকে তিনটি এবং পিঠের ডান ও বাম পাশে দুটিসহ মোট পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহালের রিপোর্ট তৈরি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
কক্সবাজারে হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন
১ বছর আগে
সিলেটে চা বাগানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সিলেটে চা বাগানে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নগরীর বিমানবন্দর এলাকার মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন (৪১)নগরীর খাসদবির এলাকার একটি ওয়ার্কশপের মালিক এবং বিমানবন্দর থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মনির হোসেন একজন ব্যবসায়ী। নগরীর খাসদবির এলাকায় তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাত আনুমানিক ৯টায় দোকান লাগিয়ে নিজের ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলে চড়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথে মালিনীছড়া চা বাগান এলাকায় আসার পর তার ওপর কে বা কারা হামলা করে। প্রাণে বাঁচার জন্য রাস্তা থেকে নেমে পূর্ব পাশে চা বাগানের দিকে দৌঁড় দেন মনির। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। রাস্তা থেকে ১০-১২ হাত দূরেই তাকে ধরে ফেলে ছুরিকাঘাতে খুন করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তার লাশ চা বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাত ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হন এসএমপির উত্তর বিভাগের ডিসি আজবাহার আলী শেখ এবং এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির খান। খবর পেয়ে ছুটে আসেন মনির হোসেনের স্বজনেরা। সিআইডি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। তবে ঘটনাস্থলে ছিলো না মনিরের ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন। কিন্তু তার পকেটে টাকা ছিল।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরেই হতে পারে এই খুন।
ওসি মাইনুল জানান, নিহতের শরীরের ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মনিরুলকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে আজ রবিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি আটক
প্রেমিকার ঋণ শোধ করতেই নাটোরে ব্যবসায়ীকে হত্যা
নাটোরে ব্যবসায়ীকে হত্যার পর ৩ লাখ টাকা ছিনতাই
২ বছর আগে
চট্টগ্রামে নিজ বাড়ির ছাদে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীকে নিজ বাসার ছাদে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল খন্দকারপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. এরশাদ প্রকাশ শাহেদ (৪০) হাটহাজারী পৌরসভার কাচারী সড়কের এন জহুর শপিং সেন্টারের মীম কসমেটিক্সের মালিক।
আরও পড়ুন: মামলার সাক্ষী হওয়ায় চাচাকে কুপিয়ে হত্যা!
এ ঘটনায় নিহতের ছোট ভাই বিদেশ থেকে ফেরত আসা প্রবাসী মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা বাসার ছাদে মো. এরশাদ প্রকাশ শাহেদকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
এছাড় এরশাদের সঙ্গে তার ছোট ভাই প্রবাসী মো.মঞ্জুর দীর্ঘদিন যাবৎ অর্থ সংক্রান্ত বিরোধ ছিল বলে জানান তারা।
এব্যাপারে ৮নং ওয়ার্ডের পৌরসভার সহায়ক কমিটির সদস্য সালাউদ্দিন মানিক জানান, এরশাদকে কে বা কারা খুন করেছে সেটা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না।
আরও পড়ুন: ভোলায় ধান কাটা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আমীরুল মুজাহিদ বলেন,‘এরশাদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে তাকে নিজ বাড়ির ছাদে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।’
৩ বছর আগে
নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসীরা এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামের নিহতের বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ মাহমুদ (৩২) ওই এলাকার খোকন শেখের ছেলে ও লোহাগড়া বাজারের তার ফল ব্যবসা ছিলেন।
আরও পড়ুন: শাহরাস্তিতে নারীকে কুপিয়ে হত্যা
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, পলাশ মাহমুদকে কী কারণে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হলেও এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
আরও পড়ুন: পরকীয়ার জন্য মৌখিক তালাক দেয়ায় প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যা
৩ বছর আগে
কিশোরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে সদরের বিন্নাটি ইউনিয়নের দনাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত আবু হানিফ হাছু (৪৫) শহরের হারুয়া এলাকার কলেজ রোডের মৃত নূরু মিয়া ওরফে নূরু খাঁর ছেলে। তিনি বিগত পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
আরও পড়ুন: শ্রীবরদীতে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
নিহতের বড় ভাই সোহরাব হোসেনের বরাত দিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, প্রতিদিনের মত শুক্রবার সকাল ৬টার দিকে বের হয়ে তিনি তার ফিসারিতে যান। সেখানে মাছের খাবার ও বাগানের পরিচর্যা করছিলেন। এমন সময় পূর্ব শত্রুতা জের ধরে প্রায় ১০-১৫ জন সন্ত্রাসী তার উপর অর্তকিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে একা পেয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বগুড়ায় আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ওসি জানান, এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সোহরাব হোসেনের অভিযোগ, গত ৪/৫ দিন আগেও হাছুর সাথে ব্যবসায়িক কর্মকান্ড নিয়ে কতিপয় সন্ত্রাসীদের বাকবিতণ্ডা হয়েছিল। আমরা মনে করছি, আগের ঘটনার রেশ ধরেই তাকে হত্যা করা হয়েছে।
৩ বছর আগে