সিলেটে চা বাগানে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নগরীর বিমানবন্দর এলাকার মালনীছড়া চা বাগানের বাংলোর রাস্তা সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন (৪১)নগরীর খাসদবির এলাকার একটি ওয়ার্কশপের মালিক এবং বিমানবন্দর থানাধীন নয়াবাজার এলাকার নুরুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মনির হোসেন একজন ব্যবসায়ী। নগরীর খাসদবির এলাকায় তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। প্রতিদিনের মতো শনিবার রাত আনুমানিক ৯টায় দোকান লাগিয়ে নিজের ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলে চড়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথে মালিনীছড়া চা বাগান এলাকায় আসার পর তার ওপর কে বা কারা হামলা করে। প্রাণে বাঁচার জন্য রাস্তা থেকে নেমে পূর্ব পাশে চা বাগানের দিকে দৌঁড় দেন মনির। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। রাস্তা থেকে ১০-১২ হাত দূরেই তাকে ধরে ফেলে ছুরিকাঘাতে খুন করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তার লাশ চা বাগানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রাত ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হন এসএমপির উত্তর বিভাগের ডিসি আজবাহার আলী শেখ এবং এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির খান। খবর পেয়ে ছুটে আসেন মনির হোসেনের স্বজনেরা। সিআইডি টিম এসে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। তবে ঘটনাস্থলে ছিলো না মনিরের ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন। কিন্তু তার পকেটে টাকা ছিল।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরেই হতে পারে এই খুন।
ওসি মাইনুল জানান, নিহতের শরীরের ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মনিরুলকে কুপিয়ে হত্যা করে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে আজ রবিবার তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে জুয়ায় হেরে ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামি আটক