মাছ রপ্তানি
‘মাছ রপ্তানিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয়’
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘মাছ রপ্তানি করে দেশ সাড়ে ৪ হাজার কোটি টাকার রাজস্ব আয় করেছে। এই আয়ও আমাদের দ্বিগুণ করতে হবে।’
শুক্রবার (২ আগস্ট) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী
তিনি বলেন, ‘দেশ এগিয়ে চলছে এগিয়ে যাবে। যারা দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে চায় তাদের স্থান এদেশে হবে না।
তিনি বলেন, ‘আমাদের দেশে বাৎসরিক মৎস্য উৎপাদন প্রায় ৫০ লাখ টন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের মাছ উৎপাদন আরও বাড়াতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তারসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা।
আরও পড়ুন: দেশের সামগ্রিক উন্নয়নে শিশুশ্রম নির্মূল করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী
শ্রমিকের অধিকার সুরক্ষিত রাখতে কাজ করব: শ্রম প্রতিমন্ত্রী
৪ মাস আগে
খুলনাঞ্চল থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার মাছ রপ্তানি
২০২০-২১ অর্থবছরে খুলনাঞ্চল থেকে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে ২ হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় আরও জানানো হয়, দেশের জিডিপিতে মৎস্য খাতের বদান ৩ দশমিক ৫২ শতাংশ এবং রপ্তানি আয়ে এই খাতের অবদান ১ দশমিক ৩৯ শতাংশ। খুলনা জেলায় ২০২০-২১ অর্থবছরে এক লাখ ১২ হাজার ৫৪৯ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা জেলার চাহিদার তুলনায় ৩২ হাজার ৯৭০ মেট্রিক টন বেশি। ২০২০-২১ অর্থবছরে খুলনাঞ্চল থেকে ৩৩ হাজার ৭২৭ মেট্রিক টন মাছ বিদেশে রপ্তানির বিপরীতে ২ হাজার ৪১৫ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।
আরও পড়ুন: মহিপুরে আবারও ধরা পড়ল এক থেকে দেড় মণ ওজনের ৭টি পাখি মাছ
বিএসএফের হয়রানি: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল মৎস্য সপ্তাহ উদযাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহাবুব আলম সোহাগসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে