লালমাই
কুমিল্লায় ঘরের উপর গাছ পড়ে নিহত ২
কুমিল্লার লালমাইয়ে ঘরের উপর গাছ পড়ে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের ধানোরা গ্রামের দুটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- ধানোরা গ্রামের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে মো. ইয়াসিন (৪৫) এবং পার্শ্ববর্তী রমিজ উদ্দিনের স্ত্রী মোসা. আনোয়ারা বেগম (৭০)।
আরও পড়ুন: জৈন্তাপুরে অটোরিকশায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
এদিকে, শনিবার (১৮ নভেম্বর) লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছেন।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস জানান, ঘূর্ণিঝড় চলাকালে তাদের ঘরের উপর গাছ পড়লে ঘুমন্ত অবস্থায় দুইজনের মৃত্যু হয় বলে জেনেছি। শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে ইয়াছিন এবং ৩টায় আনোয়ারার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় খবরটি আমরা শনিবার দুপুরে জানতে পেরেছি। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
১ বছর আগে
কুমিল্লার লালমাই পাহাড়ে পরিত্যক্ত মর্টার শেল!
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বৃষ্টিতে মাটি ধুয়ে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন: মর্টার শেল নিক্ষেপের ঘটনায় আরাকান আর্মি ও আরসার ওপর দায় চাপাল মিয়ানমার
স্থানীয়রা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে এই অবিস্ফোরিত শেলটি সে সময়ের।
সোমবার লালমাই পাহাড়ে ভারী বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মর্টার শেলটি বের হয়ে আসে। মঙ্গলবার সকালে শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বিএসআরএমের কারখানা থেকে ২টি মর্টার শেল উদ্ধার
হিলিতে ধানের জমি থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
১ বছর আগে
বিদ্যুতস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
কুমিল্লার লালমাইতে বিদ্যুতস্পৃষ্টে আবদুল্লাহ আল খিদরী (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান।
খিদরী ওই গ্রামের প্রবাসী আবদুল আউয়ালের ছেলে। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য, উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও উপজেলার বাকই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
লালমাই উপজেলা ছাত্রলীগ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খিদরী খাবার খেতে রান্না ঘরে যান। সেখানে তিনি ঘরের একটি বৈদ্যুতিক তার খোলা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারটি সরাতে কাছে গেলে অজান্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। লাকসাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান খিদরী।
লালমাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি বলেন, আবদুল্লাহ আল খিদরীর মত ছাত্রলীগ নেতা বানানো সহজ ব্যাপার নয়। তিনি খুবই বিনয়ী ও ভদ্র ছেলে ছিল। ছাত্রলীগ পরিবার খিদরীর মৃত্যুতে শোকাহত।
আরও পড়ুন: ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ঢাবির দুই শিক্ষার্থীকে রাতভর নির্যাতন!
ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
চমেকে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা
৩ বছর আগে
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার উপজেলার হরিশ্চর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, দুপুরে একটি মোটরসাইকেলযোগে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে রওনা দেন। তারা হরিশ্চর এলাকার অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী রনির মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২
৩ বছর আগে