ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার উপজেলার হরিশ্চর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রনি (২৫) ও শানিচোঁ গ্রামের রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রামের কবির হোসেন (২৭)।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, দুপুরে একটি মোটরসাইকেলযোগে হরিশ্চর-ভুশ্চি সড়ক হয়ে তিন বন্ধু হরিশ্চর চৌরাস্তা যাওয়ার উদ্দেশে রওনা দেন। তারা হরিশ্চর এলাকার অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহী রনির মৃত্যু হয়। স্থানীয়রা মোটরসাইকেল আরোহী নজরুলকে গুরুতর আহত অবস্থায় লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু