সাহিত্য ও সংস্কৃতি
চলে গেলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ
খ্যাতিমান বাঙালি লেখক, কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহ রবিবার রাতে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস সহ অন্যান্য ভারতীয় গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
কলকাতায় জন্ম নেওয়া এবং বরিশাল ও রংপুরে বেড়ে ওঠা এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
আরও পড়ুন: লেখক মুশতাকের মৃত্যুতে প্রতিবাদ অব্যাহত
বছরের শুরুতে এপ্রিল মাসে মাধুকরী খ্যাত বুদ্ধদেবে করোনা ধরা পড়ে। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সম্প্রতি ফুসফুস ও মূত্রনালীর সমস্যা নিয়ে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার পরিবারের বরাত দিয়ে পিটিআই জানায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে করোনা পরবর্তী জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিখ্যাত বৃটিশ গোয়েন্দা লেখক জন ক্যারি মারা গেছেন
পেশায় তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলেও, তিনি ছিলেন দুই বাংলার অন্যতম জনপ্রিয় লেখক। জঙ্গল অন্বেষণ নিয়ে শিশু চরিত্র রিজুদা ও তার সহপাঠী রুদ্র চরিত্র তার সৃষ্টি। বাংলা সাহিত্যে একটি মাইলফলক হিসেবে বিবেচিত তার মাধুকরী উপন্যাসের জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয়।
বুদ্ধদেব গুহর জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন। তার সহধর্মিণী প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী ঋতু গুহ, তিনি ২০১১ সালে মারা যান।
৩ বছর আগে