গায়ে হলুদ
গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপানে মামা-ভাগ্নের মৃত্যু
মানিকগঞ্জের সদর উপজেলায় গায়ে হলুদ অনুষ্ঠানে দেশীয় মদপান করে মামা-ভাগ্নের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার উপজেলা হাটিপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু!
নিহতরা হলেন- বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া গ্রামের মৃত প্রকাশ সরকারের ছেলে দীপু সরকার ও গাজীপুরের প্রসেনজিৎ সরকার। প্রসেনজিৎ দীপু সরকারের বড় বোনের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। গায়ে হলুদে রাতে কয়েকজন মিলে দেশীয় মদ খেলে তারা অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে দীপু ও প্রসেনজিৎ মারা গেছেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন: গাজীপুরে মদপানে ২ জনের মৃত্যু
পাবনায় মদপানে যুবকের মৃত্যু
৯ মাস আগে
ভালোবাসা দিবসে ইবিতে গায়ে হলুদ
মানুষ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কত কিছুই না করে। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন রিয়ার বিয়েকে স্মরণীয় করে রাখতে করা হয়েছে ব্যতিক্রমী আয়োজন।
সোমবার, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ছিল। এই দিনে ইবির ক্যাম্পাসে মেয়েরা রঙিন শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরে প্রিয় মানুষটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে তারা উদযাপন করেছেন দিনটি। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে চোখ আটকে গেলো ভিন্নধর্মী এক আয়োজনের। সেখানে গায়ে হলুদের স্টেজে কনের সাজে বসে আছেন রিয়া। অনেকে এসে আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন তার গালে। আর আশপাশে গানের তালে তালে নৃত্য করছেন তার সহপাঠী বন্ধুরা।
জানা গেছে, কনের সাজে বসে থাকা রিয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি ক্যাম্পাস পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায়। আগামী ১৮ ফেব্রুয়ারি পারিবারিকভাবে কুষ্টিয়া জেলার হালিমুর রহমানের সঙ্গে বিয়ে হচ্ছে রিয়ার। হালিমুর পেশায় একজন ব্যাংকার। রিয়ার বিয়ের দিনকে স্মরণ করে রাখতে ভালোবাসা দিবসে ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা। দুপুর ২টা থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
এ অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিয়ার বান্ধবী শাপলা খাতুন বলেন, রিয়ার প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে আমরা এই আয়োজন করেছি। সে আমাদের বিভাগের সি আর হওয়ার কারণে তার প্রতি আমাদের ভালোবাসাটা একটু বেশী। তাই সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলা সত্ত্বেও আমরা এই আয়োজন করেছি।
রাফায়েল আহমেদ অঙ্কন বলেন, আজকের দিনটি আমাদের কাছে একটি স্পেশাল দিন। আমাদের বান্ধবী রিয়ার প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণ করে রাখতে আমাদের এই আয়োজন। আজকের এই বিশেষ দিনে এ আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত।
এই আয়োজন সম্পর্কে রিয়া বলেন, আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করেছে এটা আমি প্রত্যাশাই করিনি। তাদের এ আয়োজনে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।
আরও পড়ুন: ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীতে উৎসবের আমেজ
বসন্ত দোলায় পর্যটকরা: ফাগুনে মেরিনড্রাইভ সেজেছে পলাশ-শিমুলের অপরূপ সাজে
২ বছর আগে
সৌম্য ও পূজার ‘না বলা প্রেমের গল্প’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম্য সরকারের গায়ে হলুদ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে। রাতেই নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন এই বামহাতি ব্যাটসম্যান।
৪ বছর আগে
সৌম্য সরকারের গায়ে হলুদ
আত্মীয়, অনাত্মীয় পরিবেষ্টিত হয়ে গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম্য সরকার।
৪ বছর আগে
পোশাক কারখানা মালিকের কন্যার অন্যরকম গায়ে হলুদ
বর্তমানে প্রচলিত ধারা অনুযায়ী একই রঙের শাড়ি আর পাঞ্জাবি পরে গায়ে হলুদে এসেছিলেন নারী ও পুরুষ অতিথিরা। অনুষ্ঠানে তারা নাচছিলেন বিভিন্ন গানের তালে। তবে যার হলুদ সন্ধ্যা আর যারা আমন্ত্রিত হয়ে আসেন তাদের সম্পর্কটা ঠিক আত্মীয়তার নয় বরং মালিক-শ্রমিকের।
৪ বছর আগে