মাগুরা সদর থানা
মাগুরায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
মাগুরায় আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার ধলহরা গ্রামে এ সময় ১২টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, রোকসানা (৬০), ফজরা (৩৮), আসমা (৩৫), রুপবান (৪০), মনোয়ারা (৩০)। তাদের মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আতর শেখ পক্ষের সিদ্দিক শেখ, কাবিল, ছোরন, ও ছদর মাগুরা যাওয়ার পথে ৬ নং ওর্য়াড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার ফকির পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে রোকসানা, ফজরা, আসমা, রুপবান, মনোয়ারা আহত হন। সংঘর্ষের সময় আলিম, আবজাল, মকবুল, বিল্লুল, তয়েব, বাবু, আতর, হারুণের বাড়ি ও দোকানসহ কমপক্ষে ১২টি ঘর ভাংচুর করা হয়েছে। এছাড়া বাড়ির বিভিন্ন মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ এসে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়লাল আবেদীন বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগে আটক ১
দুই মোটরসাইকেল সংঘর্ষে মাগুরায় কলেজছাত্র নিহত
৩ বছর আগে