সবুজবাগ
ঢাকার সবুজবাগে দ্রুতগামী গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকায় অজ্ঞাত যানবাহনের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
আজ ভোর ৫টার দিকে বাশাবো হাইওয়ে মসজিদের কাছে এ ঘটনা ঘটে বলে জানান সবুজবাগ থানার উপ-পরিদর্শক সবুজর আলী।
নিহতের নাম রিপন(৩৫)। তিনি খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় থাকতেন এবং কমলাপুর আইসিডিতে গাড়ি ধোয়ার কাজ করতেন।
উপপরিদর্শক বলেন, সকাল ৮টায় রিপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একটি দ্রুতগামী প্রাইভেটকার বা একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।’
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করা যায়নি বলে জানান এসআই।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, রবিবার ভোর রাত ৪টা ২৫ মিনিটের দিকে খিলগাঁওয়ের সবুজবাগ দক্ষিণগাঁও বাজারে (কাঠ ও ফার্নিচারের গোডাউন) আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে পৃথক ঘটনায় ভোর রাত ৪টা ২৪ মিনিটের দিকে পোস্তগোলা আয়রন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শাহজাহান শিকদার জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সকাল ৬টা ২০ মিনেট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, এসব ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনও জানা যায়নি।
পড়ুন: চাঁদপুরে অগ্নিকাণ্ডে ৭০ দোকান ভস্মিভূত
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুন
২ বছর আগে
রাজধানীতে ড্রাম ট্রাকচাপায় শিশু নিহত
রাজধানীর সবুজবাগে ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে বাইসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে মধ্য বাসাবো সুমন স্যানেটারি দোকানের সামনে ঘটনাটি ঘটে।
নিহত সাজ্জাদ নেত্রকোণার আটপাড়া উপজেলার মো. রিয়াজ উদ্দিনের ছেলে। বর্তমানে সবুজবাগ উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকতো। এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়তো।
সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, বেলা ১২টার দিকে মধ্য বাসাবোর রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এ সময় একটি মাটি টানার ড্রাম ট্রাকের ধাক্কায় নিচে পড়ে যায়। এবং ট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেয়া হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিনি আরও জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক ও চালককে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি জব্দ করি। এবং এর চালক মোশারেফকে (৪৮) আটক করে থানায় নিয়ে আসি।
মৃত সাজ্জাদের বাবা মো. রিয়াজ জানায়, সে নিজে পিকআপ গাড়ি চালায়। চার ভাইয়ের মধ্যে সাজ্জাদ ছিল ছোট। স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। সকালে বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়েছিল সাজ্জাদ। পরে জানতে পারি সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ মারা গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ‘মানসিক ভারসাম্যহীন’ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ
২ বছর আগে
রাজধানীর মানিকদিয়ায় নৌকা ডুবে যুবকের মৃত্যু
রাজধানীর সবুজবাগ এলাকার অদূরে মানিকদিয়া সংলগ্ন ঝিলে বন্ধুদের সাথে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় ঘটা এ দুর্ঘটনায় জাহিদুল ইসলাম ফারদিনের (২০) মৃত্যু হয়। মৃত ফারদিন যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকার রফিকুল ইসলাম বাবুলের ছেলে।
মৃত ফারদিনের সঙ্গে নৌকায় থাকা ও উদ্ধারকারী বন্ধু উজ্জল মিয়া, বাহাউদ্দিন, আশরাফ উদ্দিন হৃদয় অচেতন অবস্থায় রাত ১০ টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
হাসপাতলে নিয়ে আসা তিন বন্ধু জানান, একসঙ্গে সবাই মানিকদিয়া ঘুরতে গেলে নৌকা দেখে নৌকায় উঠে ঘুরতে থাকেন তারা। ঘাট থেকে একটু দূরে যাবার পর হঠাৎ নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে উঠলেও, ফারদিন উঠতে পারেনি। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসা হয়।
অপরদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা। নিহতের বড় ভাই শফিকুল ইসলাম রাব্বি অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাইকে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে বন্ধুরা মিলে তাকে হত্যা করেছে।’
আরও পড়ুন: হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে গ্রেপ্তার ৪
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন যুবককে ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।
৩ বছর আগে