ভিয়েনায় গেলেন স্পিকার
তিন সম্মেলনে যোগ দিতে ভিয়েনা গেলেন স্পিকার
উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৩তম সামিট, স্পিকার্স অফ পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স ও কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলনে অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোরে স্পিকার ভিয়েনার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
এ সময় স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ আর নেই
আরও পড়ুন: সমতার ভিত্তিতে ভ্যাক্সিন সরবরাহ নিশ্চিত করতে হবে: স্পিকার
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬ ও ৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় সামিট এবং কনফারেন্সসমূহ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রুমানা আলী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার সামিট ও কনফারেন্সসমূহে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: স্পিকারের সাথে কাতারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৩ বছর আগে