বাংলাদেশ ছাত্রলীগ
ছাত্রলীগের ৩১ আগস্টের সমাবেশ পেছাল
ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত ছাত্রসমাবেশ ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকাল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী : বর্ধিত সভা অনুষ্ঠিত
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী বহিষ্কার
১ বছর আগে
ইডেন কলেজ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে ছাত্রলীগ
ইডেন কলেজ শাখা কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের দুই পক্ষের মধ্যে মারামারির পর ২৬ সেপ্টেম্বর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ইডেন কলেজ কমিটির কার্যক্রম বন্ধ করে দেয়।
আরও পড়ুন: ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, ১৬ নেতাকর্মী স্থায়ী বহিষ্কার
নিয়ম ভঙ্গ করায় কলেজ শাখার সাধারণ সম্পাদকসহ ১৬ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
ক্যাম্পাসে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনার তদন্ত করতে সংগঠনটি একটি তদন্ত কমিটিও গঠন করে।
আরও পড়ুন: ইডেন কলেজে ছাত্রলীগের দ্বিতীয় দফা সংঘর্ষ, আহত ৮
২ বছর আগে
ছাত্র অধিকার পরিষদের ২৪ সদস্য আদালতে হাজির
বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার অভিযোগের ভিত্তিতে করা মামলায় গ্রেপ্তারের একদিন পর শনিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২৪ জন পদাধিকারী ও কর্মীকে আদালতে হাজির করেছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ‘শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা মো. নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদ সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।’
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় আহত ছাত্র অধিকার পরিষদ সদস্যদের ওপর দ্বিতীয়বার হামলা চালায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের নিজেদের হেফাজতে নেয়।
আরও পড়ুন: ঢাবিতে আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা, আহত ১২
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্মরণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্র অধিকার পরিষদের সমাবেশে ছাত্রলীগের সদস্যরা হামলা চালালে কমপক্ষে ১২ জন আহত হয়।
বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্যরা নির্দয়ভাবে পেটালে ২০২২ সালের ৭ অক্টোবর তার মৃত্যু হয়।
আরও পড়ুন: আবরার হত্যা মামলার রায়ে ন্যায়বিচার করা হয়েছে: আইনমন্ত্রী
আবরার হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল গ্রহণ
২ বছর আগে
ছাত্রলীগের অবরোধে চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার ক্যাম্পাসে অবরোধ করেছে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।গতকাল রবিবার রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগ চবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাসজুড়ে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাত দুইটায় ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন পদবঞ্চিতরা। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।সোমবার সকালে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মোহাম্মদ ইলিয়াসকে মাদক ব্যবসায়ী অভিযোগ করে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণেরও দাবি জানান।
পদবঞ্চিত ছাত্রলীগ নেতা দোলোয়ার হোসেন বলেন, ‘যোগ্য ও ত্যাগী ছাত্রলীগের কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কোনো জ্যেষ্ঠতা রক্ষা করা হয়নি।’নতুন পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ প্রাপ্ত শায়ন দাশ গুপ্ত বলেন,‘যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে শুরু থেকে জড়িত ছিলেন তাদের বঞ্চিত করা হয়েছে। টাকার বিনিময়ে এ কমিটিতে বাহিরের অনেকেই পদ পেয়েছেন। আমরা এ কমিটি মানি না।’
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তা: হাটহাজারী কলেজের ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
জানাগেছে, ২০১৬ সালের ১৭ জুলাই সর্বশেষ চবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর দুই দফায় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সবশেষ ২০১৭ সালের ৬ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয় এ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ মাস পর ২০১৯ সালের ১৫ জুলাই চবি ছাত্রলীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রেজাউল হক রুবেলকে শাখা ছাত্রলীগের সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দুই সদস্যের কমিটি দেওয়ার তিন বছর ১৬ দিন পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে চবি ছাত্রলীগ।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের মাস্টারসহ তিন জনকে অপহরণ করায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ট্রেন ছাড়তে অপারগতা প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ।
ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, ‘অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঝাউতলা রেলস্টেশন থেকে আমাদের এক লোকো মাস্টার ও গার্ডসহ তিনজনকে অপহরণ করা হয়েছে।
আরও পড়ুন: চবিতে ছাত্রীকে যৌন নিপীড়ন: ৫ শিক্ষার্থী দুই দিনের রিমান্ডে
চবিতে যৌন হেনস্তার ঘটনায় ২ জন শনাক্ত
২ বছর আগে
পরীক্ষার ক্ষণ ঘনিয়ে আসায় ঢাবির হল খোলা নিয়ে শোরগোল বাড়ছে
কোভিড-১৯ মহামারির মধ্যেই আগামী ২৬ ডিসেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীদের শেষ বর্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
৪ বছর আগে
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ছাত্রলীগ
সারাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা অবিলম্বে গ্রেপ্তার ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
৪ বছর আগে
ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে
উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
৪ বছর আগে