বসিলা
রাজধানীর বসিলায় সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর মোহাম্মদপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের বসিলা শাহজালাল হাউজিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে তার বয়স ৬০ বছর হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার পরনে ছিল প্যান্ট ও শার্ট।
মনির হোসেন নামের এক পথচারী জানান যে দুর্ঘটনাটি সকাল ৮টার দিকে ঘটেছে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সাড়ে ৯টার দিকে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়িঁর পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে এবং নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
বসিলায় ট্রাক টার্মিনাল উচ্ছেদের পর লাউতলা খাল খননে ডিএনসিসি
রাজধানীর বসিলায় ট্রাক টার্মিনাল উচ্ছেদের পর লাউতলা খাল খনন কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ব্যাপারে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মোহাম্মদপুরের বসিলায় অবৈধভাবে দখল হওয়া লাউতলা খালকে দখলমুক্ত করে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যেই অভিযান পরিচালনা অব্যাহত রেখে অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক টার্মিনালটি উচ্ছেদ করেই খাল খননের কাজ শুরু করা হয়েছে।সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও খাল খননের কাজ চলাকালে ডিএনসিসি মেয়র একথা বলেন।তিনি বলেন, নগরীকে জলজট এবং জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে হলে খালগুলো উদ্ধার করতেই হবে। লাউতলা খালটিকে উদ্ধারপূর্বক খনন করে বুড়িগঙ্গার সঙ্গে সংযুক্ত করে এতে পানি প্রবাহের সৃষ্টি করা হবে। নগরীর প্রত্যেকটি খালই মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।
আরও পড়ুন: খাল দখলের অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিলরশিপ থাকবে না: ডিএনসিসি মেয়রমো. আতিকুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে, খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদেরকে স্বেচ্ছায় অবৈধ দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় বিনা নোটিশেই অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে।
২ বছর আগে
রাজধানীতে র্যাবের অভিযানে ‘জঙ্গি’ আটক
রাজধানীতে র্যাবের অভিযানে এক কথিত জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বসিলার একটি বাসা থেকে ওই জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সদর দপ্তরের কর্মকর্তা (মিডিয়া) এএসপি ইমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব মোহাম্মদপুরের বসিলা ব্রিজ সংলগ্ন একটি বাড়িতে সন্দেহভাজন এক জঙ্গি সদস্য অবস্থান করছে জানতে পেরে বাড়িটি ঘেরাও করে।
আরও পড়ুন: চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
পরবর্তীতে সকাল ৮টার দিকে অভিযান পরিচালনার মাধ্যমে ওই বাড়িটি থেকে এক জঙ্গি সদস্যকে আটক করা হয় বলে জানায় র্যাব।
তবে আটক ব্যক্তির কোনও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বিএনপি জঙ্গিগোষ্ঠী দিয়ে গ্রেনেড হামলা চালিয়েছিল: তথ্যমন্ত্রী
৩ বছর আগে