একাডেমি
বগুড়ায় ব্র্যাক একাডেমির উদ্বোধন
সারা দেশের শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামের (বিইপি) অন্যতম ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বগুড়ায় ব্র্যাক একাডেমির দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। এর আগে ২০১৯ সালে ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয় কুমিল্লায়।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।
এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি বগুড়া সদরের বকশি বাজার মোড়ে ব্র্যাক একাডেমির যাত্রা শুরু হয়।
আরও পড়ুন: ইউএসএআইডির নবযাত্রা প্রকল্পের ২২ নারী পেলেন ব্র্যাক ব্যাংকের 'জীবিকা লোন'
ব্র্যাক একাডেমি মূলত জেলা শহরগুলোতে শিশুদের সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। আধুনিক শিখন পদ্ধতি, সমৃদ্ধ বিষয়বস্তু, ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি কৌতূহল সৃষ্টি, মূল্যবোধ, আচার-আচরণ, সম্মান, ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহয়তা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাফল্য ও সমৃদ্ধি কামনার মাধ্যমে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণির ১০২ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভলপমেন্ট ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ-আল-মারুফ, বিশেষ অতিথি মেয়র মো. রেজাউল করিম বাদশা, ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাভেদ আখতারসহ অনেকে।
মোহাম্মদ-আল-মারুফ ব্র্যাক একাডেমির উদ্ভাবনী শিক্ষা পদ্ধতির বিষয়ে তার আগ্রহের কথা তুলে ধরেন।
আরও পড়ুন: শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বক্তব্য
আধুনিক শিক্ষাপদ্ধতি ও খেলাধুলার মাধ্যমে শিক্ষাদানের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে তিনি বলেন, তার শৈশবে এ ধরনের কোনো সুযোগ ছিল না। তিনি মানসম্পন্ন শিক্ষার বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্বারোপ করেন।
মানসম্পন্ন শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণে ব্র্যাক একাডেমির নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা ও স্কুলের সংখ্যা বাড়ানোর জন্য ব্র্যাককে আহ্বানও জানান মারুফ।
৮ মাস আগে
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
শুরু হলো ১৫ দিনব্যাপী তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে জাতীয় নাট্যশালার মূল হলে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক হায়দার রিজভী, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্য ও একাডেমির কর্মকর্তারা। বর্তমানে সিনোমা হলগুলো কমে যাওয়ায় তার সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্ববান জানান আলোচকরা।
আরও পড়ুন: প্রীতিলতাকে ধারণ করা চ্যালেঞ্জের ছিল: তিশা
‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হবে।
পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে- সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র।
পুরস্কার প্রদানের লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়। উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং দেশব্যাপী ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে। চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আরও পড়ুন: শেষ হচ্ছে শুভ-বিন্দুর অপেক্ষা
১ বছর আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চাঁদপুরের শামীম, এলাকায় আনন্দের বন্যা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা পোয়েছেন চাঁদপুরের প্রথম ক্রিকেটার শামীম পাটোয়ারি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুরের ফরিদগঞ্জের শামীম পাটোয়ারীর বাড়ি ও আশপাশে বইছে আনন্দের বন্যা।
ছেলের এমন অর্জনে বাবা, মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকীও বেশ খুশি।
আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সাথে।
শামীমের বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে প্রথম বারের মতো বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমার অন্তর অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।’
শামীমের মা রীনা বেগম বলেন, ‘আমরা অনেক খুশি, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে।’
শামীম পাটোয়ারীর চাচা সমাজসেবী আনোয়ার হোসেন খোকনও দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
এসময় সেখানে ছুটে আসেন অনেক এলাকাবাসী। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত। আনন্দ প্রকাশ করেন এলাকার তরুণরা। এলাকাবাসীও শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
যার হাতে শামীমের প্রথম ক্রিকেটের হাতেখড়ি সেই ক্রিকেট কোচ চাঁদপুরের সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকী আলাপকালে ইউএনবিকে বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ঠাঁই পেয়েছে চাঁদপুরের শামীম পাটোয়ারী। শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছেন। আমরা তার জন্য দোয়া করছি যেন আগামীতে সে আরও ভালো পারফরম্যান্স করে।’
৩ বছর আগে