আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দলে জায়গা পোয়েছেন চাঁদপুরের প্রথম ক্রিকেটার শামীম পাটোয়ারি। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঁদপুরের ফরিদগঞ্জের শামীম পাটোয়ারীর বাড়ি ও আশপাশে বইছে আনন্দের বন্যা।
ছেলের এমন অর্জনে বাবা, মা, এলাকাবাসী এবং তার প্রথম কোচ সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকীও বেশ খুশি।
আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা
শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে কথা হয় ক্রিকেটার শামীম পাটোয়ারীর পরিবারের সদস্যদের সাথে।
শামীমের বাবা মো. আবদুল হামিদ পাটোয়ারী বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমার ছেলে প্রথম বারের মতো বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলবে। আমার অন্তর অনেক খুশি। আমি আমার এলাকাবাসীসহ পুরো দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমার ছেলে আরও উপরে যেতে পারে।’
শামীমের মা রীনা বেগম বলেন, ‘আমরা অনেক খুশি, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন অনেক ভালো খেলতে পারে।’
শামীম পাটোয়ারীর চাচা সমাজসেবী আনোয়ার হোসেন খোকনও দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে ৪ পরিবর্তন
এসময় সেখানে ছুটে আসেন অনেক এলাকাবাসী। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই বেশ আনন্দিত। আনন্দ প্রকাশ করেন এলাকার তরুণরা। এলাকাবাসীও শামীমের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
যার হাতে শামীমের প্রথম ক্রিকেটের হাতেখড়ি সেই ক্রিকেট কোচ চাঁদপুরের সৈয়দ মোহাম্মদ শামীম ফারুকী আলাপকালে ইউএনবিকে বলেন, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ঠাঁই পেয়েছে চাঁদপুরের শামীম পাটোয়ারী। শামীম শুধু চাঁদপুর নয়, গোটা দেশের জন্য সম্মান কুড়িয়ে এনেছেন। আমরা তার জন্য দোয়া করছি যেন আগামীতে সে আরও ভালো পারফরম্যান্স করে।’