স্ত্রীকে বাঁচাতে
স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু
মাগুরার মোহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উপজেলার দীঘা গ্রামে শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে।
মৃত ইয়াসিন শেখ (৪০) ওই এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির হোসেন জানান, দীঘা গ্রামের ইয়াসিন শেখের স্ত্রী জুলেখা বেগম (৩০) নিজ বাড়িতে ফ্যানের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তাকে বাঁচানোর জন্য তার স্বামী ইয়াসিন শেখ চেষ্টা করলে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মোহম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিন শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী জুলেখা বেগম চিকিৎসাধীন রয়েছেন।
ওসি জানান, এ ব্যাপারে মোহম্মদপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
৩ বছর আগে