সামাজিক আন্দোলন
সামাজিক আন্দোলন গড়ে তুলে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গুতে এরই মধ্যে সাত শতাধিক মৃত্যু হয়েছে। আর মৃত্যু দেখতে চাই না।
তিনি বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব নয়, এর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: ডেঙ্গুরোগীর জন্য সরকারের ব্যয় ৫০ হাজার টাকা: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেছেন, এডিস মশা সারা দেশে ছড়িয়ে গেছে। দেশে দেড় লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রতিদিন আড়াই হাজার নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
ভারত থেকে স্যালাইন আমদানি করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এরই মধ্যে সাত লাখ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলো শিগগিরই এসে পৌঁছাবে। সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গুও নিয়ন্ত্রণ করা যাবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না।
তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি কর্পোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন: করোনাভাইরাসের টিকা তৈরিতে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী
স্যালাইন উৎপাদনে হিমশিম খাচ্ছে ওষুধ কোম্পানিগুলো: স্বাস্থ্যমন্ত্রী
৫৫৬ দিন আগে
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: নবনিযুক্ত দুদক কমিশনারকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার মোছা. আছিয়া খাতুন।
রবিবার (২৩ জুলাই) দুপুরে বঙ্গভবনে তিনি সাক্ষাৎ করেন।
আরও পড়ুন: স্কাউটদের আইসিটিসহ আধুনিক প্রশিক্ষণ দিতে নেতৃবৃন্দের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশ ও জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
দুর্নীতি উন্নয়নের বড় বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরও বলেন, উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রজন্মের মধ্যে পারিবারিকভাবে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন।
এছাড়া রাষ্ট্রপতি দেশব্যাপী দুর্নীতি দমনে কমিশনের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে নতুন দুদক কমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির নির্দেশনা কামনা করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ
রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
৬০৪ দিন আগে
শিক্ষার্থীদের মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সোমবার শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
১৮৭৭ দিন আগে
২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৫,২২৭ নিহত: নিসচা
সারা দেশে ২০১৯ সালে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২২৭ জন নিহত এবং ছয় হাজার ৯৫৩ জন মানুষ আহত হয়েছেন।
১৯০০ দিন আগে