জেলেদের হামলা
বরিশালে পুলিশের ওপর জেলেদের হামলা, ফাঁড়ির ইনচার্জসহ আহত ১৬
বরিশালের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর জেলেদের হামলায় পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযানিক দলের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার, ৪ জেলে আটক
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, সন্ধ্যার দিকে নৌপুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ’ জেলে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করে।
তিনি আরও বলেন যে হামলায় নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছে। সবার বর্তমানে চিকিৎসা চলছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে পারশে পোনা আহরণ, ১৬ জেলে গ্রেপ্তার
১ বছর আগে
মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে সোমাবার অভিযানকালে নৌ থানা পুলিশের ওপর জেলেদের হামলায় দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন। এ সময় ২০ লাখ মিটার কারেন্ট জালসহ হামলাকারী পাঁচ জেলেকে আটক করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন-নৌ থানা পুলিশের কনস্টেবল শরীফ উল্লাহ ও আব্দুল কাদের।
আরও পড়ুন: চোর ধরতে গিয়ে জনতার হামলায় ৪ পুলিশ আহত, ইউপি সদস্যসহ আটক ৫
চাঁদপুর নৌ থানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, সোমবার বিকালে চাঁদপুর নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর চিরারচর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় জেলেরা পুলিশের ওপর হামলা করলে নৌ থানার দুই কনস্টেবল আহত হন। তাৎক্ষণিক হামলাকারী ছয় জেলেকে আটক করলেও এর মধ্যে একজন জেলের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে নদীতে পাতানো অবস্থায় ২০ লাখ মিটার কারেন্ট জালও জব্দ করা হয়।
ওসি জানান, নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। এ ঘটনায় নৌ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
৩ বছর আগে