অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবি শিক্ষার্থীদের খোলা চিঠি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ বরাবর খোলা চিঠি লিখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় আনুষ্ঠানিকভাবে এ খোলা চিঠি পাঠ করেন এক শিক্ষার্থী।
চিঠিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক বিধি মোতাবেক রাষ্ট্রপতি এই বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য সাংবিধানিক বিধি মোতাবেক প্রতিনিধিস্বরূপ উপাচার্য নিয়োগ করে থাকেন। দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করার জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধ্যয়নে নিবেদিত আছেন।
এতে আরও বলা হয়, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিন দফা দাবিতে আন্দোলনরত বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে ও সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের নিষ্ঠুর হামলার ঘটনা ঘটেছে।
'জনগণের টাকায় ক্রয়কৃত আধুনিক অস্ত্রে সজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হন নিরস্ত্র শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন শিক্ষার্থী যার মধ্যে ছাত্রীর সংখ্যা ২৬ এর অধিক। এর মধ্যে কারও মাথা ফেটেছে, কারও রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে ক্ষত হয়েছে। ছাত্রীদের ওপর নিষ্ঠুরভাবে পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছে,' চিঠিতে বলা হয়।
খোলা চিঠিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের ওপর এমন নৃশংস হামলার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। দাবি না মেনে পুলিশি হামলায় শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলায় শাবিপ্রবি উপাচার্য যেভাবে মূল কুশীলবের ভূমিকা পালন করেছেন, তা সরাসরি সংবিধান বিরোধী এবং আপনার কর্তৃক ফরিদ উদ্দিন আহমেদের ওপর অর্পিত দায়িত্বের বরখেলাপ।'
আরও পড়ুন: শাবিপ্রবি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা
২ বছর আগে
শাবিপ্রবি প্রেসক্লাবের ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’র উদ্বোধন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’র উদ্যোগে ‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ শুরু হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
রবিবার দুপুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় আমরা ভালো করতে পারলে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সাংবাদিকদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হবে তা আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সফলতাসহ বিভিন্ন অবদান দেশের পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরতে শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহের আয়োজন করায় প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মস্তাবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খাইরুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন আজিজ খান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোখলেছুর রহমান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলম, প্রক্টর ড. আলমগীর কবীর, শাহপরাণ হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান খান, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট জায়েদা শারমিন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রক্টর শফিউল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, সজিব কুমার মহন্ত, সহকারী অধ্যাপক মোহাম্মদ সেলিম মিয়া, শাবি কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাজীব হোসেন, কার্যকরী সদস্য নুরুল ইসলাম রুদ্র, হাসান নাঈম, রাশেদুল হাসান ও স্পোর্টস সাস্টের সাধারণ সম্পাদক শাফায়েত জামিল সৌরভসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
পড়ুন: ‘টোটাল সাস্ট’ প্রকল্পে শাবিপ্রবি হবে পেপারলেস ডিজিটাল ক্যাম্পাস: উপাচার্য
৩ বছর আগে
শাবিপ্রবিকে ‘শতভাগ ডিজিটাল’ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব: উপাচার্য
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে পর্যাপ্ত কম্পিউটার নিশ্চিত করতে পেরেছি। তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের জন্য ‘ব্লক চেইন সিস্টেম’ চালু, আবাসিক হলগুলোয় দ্রুতগতির ওয়াইফাই সংযুক্তত, ডিজিটাল ফিন্যান্সিয়াল কার্যক্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব দিক বিবেচনা নিয়ে আমরা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা সকলের নিকট প্রকৃত অর্থে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হতে চাই।’
উপাচার্যের প্রথম মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় মেয়াদে যোগদান পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউএনবির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, উপাচার্যের প্রথম মেয়াদে দায়িত্বকালে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাবিপ্রবি ‘আইসিটি গ্লোবাল অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করেছে। এছাড়াও ২০২০ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর নিকট থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছে।
আরও পড়ুন: ধান গবেষণায় এগিয়ে যাচ্ছে শাবিপ্রবি গবেষকরা
দ্বিতীয় মেয়াদে দায়িত্বকালে শাবিপ্রবি উপাচার্যের দুটি বড় চ্যালেঞ্জ উল্লেখ জানিয়ে বলেন, প্রথমত বিশ্ববিদ্যালয়ের গবেষণার জায়গাতে আরও অনেক বেশি উন্নত করা। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গুণগত মান বজায় রাখা। অবকাঠামোতে পরিবর্তন আসলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে। আমাদের গবেষণার সুফল যাতে দেশের মানুষের কাজে লাগে, উন্নয়নকে ত্বরান্বিত করে-এ দিকটা আমরা খেয়াল রাখবো। এছাড়া, র্যাংকিংয়ে একটা সুনিশ্চিত অবস্থান করাও আমাদের লক্ষ্য হবে।
৩ বছর আগে
শাবিপ্রবি উপাচার্য পদে ফের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোঃ নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি প্রথম মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরপরই এ দায়িত্ব পালন শুরু করবেন ।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ জুলাই পর্যন্ত
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য হিসেবে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্যের দায়িত্বগ্রহণের আগে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে শাবিপ্রবির ১২তম উপাচার্য হিসেবে যোগ দিবেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আরও পড়ুন: জাবিতে বরাদ্দ বেড়েছে গবেষণায়, কমেছে চিকিৎসায়
এদিকে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় শিক্ষা, গবেষণা, সাফল্য ও অবকাঠামো উন্নয়নে শাবিপ্রবি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আশাব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত একাধিক শিক্ষক-কর্মকর্তা।
৩ বছর আগে
শাবিপ্রবি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল: উপাচার্য
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রোল মডেল হিসেবে দাবি করেছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।
৪ বছর আগে
তৃতীয় সমাবর্তন: শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শাবি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ ১২ বছর পরে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তন।
৪ বছর আগে