মোটরসাইকে
ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, ২ আরোহী নিহত
গাইবান্ধায় দ্রুতগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে পলাশবাড়ি উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম কৌশিক ও শ্রাবণ। তাদের বাড়ি উপজেলার বিশ্বপুর ও শ্যামপুর গ্রামে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের ঢোলভাঙ্গা সেতুর ওপর ওঠার পর মোটরসাইকেলের চালক পলাশবাড়িমুখী একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেতুর ওপরই ট্রাকের নিচে চলে যায় মোটরসাইকেলটি। এরপটর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনই নিহত হন। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে বলে জানান।
১ দিন আগে
দিনাজপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আপর মোটরসাইকেল আরোহী।
রবিবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ওই হতাহতের ঘটনা ঘটেছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী নিহত
নিহত মোটরসাইকেল চালক জাকির হোসেন বিরামপুরের দক্ষিন সাবাজপুরের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, ফুলবাড়ীর উত্তর সুজাপুরের শিবনগরে প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।
তিনি আরও জানান, আহত রনিকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
বীরগঞ্জে ট্রাকচাপায় কৃষি শ্রমিক নিহত
৪১৯ দিন আগে
লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী একটি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) উপজেলার রামদয়াল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিফ হোসেন ও মোহাম্মদ মোমিন।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার আরিফ ও মোমিন মোটরসাইকেলে করে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রামগতি রামদয়াল বাজারে মোড়ে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানায়, দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
আরও পড়ুন: বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু
৫৪০ দিন আগে